ডিপিএলের টি-টোয়েন্টির “সি” গ্রুপের খেলার আজ সমাপ্তি হলো। পূর্বেই বিদায় নিশ্চিত হয়েছিল ঢাকা মোহামেডান এবং লিজেন্ডস অব রূপগঞ্জের। আর তাই আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচে বুধবার মাঠে নেমেছিল এই দুই দল।
টসে জিতে মোহামেডানের হয়ে প্রথমে ব্যাট করতে নামেন আব্দুল মজিদ ও মোহাম্মদ আশরাফুল। মাত্র ৫ রানের ব্যাবধানে তাদের উইকেটের পতন ঘটে। এরপর ইরফান শুক্কুর ২২ রান এবং অভিষেক মিত্রের ৩০ রান দলকে গতি পাইয়ে দিলেও, তাদের উইকেট পতনের মাধ্যমে ঢাকা মোহামেডান অনেক চাপে পড়ে। পরে সোহাগ গাজী ২১ আর রকিবুল হাসান ৮ রান করে আউট হলে ৬৫ রানে ৬ উইকেট হারিয়ে দলে বিপর্যয়ে নেমে আসে।
কিন্তু সপ্তম উইকেট জুটিতে ৫৭ রান যোগ করে বিপর্যয় সামাল দেন নাদিফ চৌধুরী ও আলাউদ্দিন বাবু। ২৩ বলে ৩০ রান করে আউট হন আলাউদ্দিন। নাদিফ চৌধুরী ৩৪ বলে ৪১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে ঢাকা মোহামেডান।
বিরতির পর রূপগঞ্জের হয়ে শাহরিয়ার নাফিস ১৫, নাঈম ইসলাম ২৮, মুক্তার আলী ১০ ও আরিফ হাসান ১৪ রানের ছোট ছোট ইনিংস খেললে ৮ উইকেট ১১৩ রানে থেমে যায় লিজেন্ডস অব রূপগঞ্জের ইনিংস।
মোহামেডানের সাকলাইন সজিব, নাহিদুজ্জামান ও শাহাদাত হোসাইন ২টি করে উইকেট নেন।