অন্য সব ক্লাব যখন শত শত মিলিয়ন ডলার খরচ করে নতুন নতুন খেলোয়াড় কেনায় ব্যস্ত, ম্যানচেস্টার ইউনাইটেড তখন ঘোষণা দিয়েছে নতুন একটি ট্রাক্টরের। ম্যানইউ এর জন্য ২০১৮ সালের জানুয়ারী মাসের সবচেয়ে বড় সাইনিং হতে যাচ্ছে এই ট্র্যাক্টর।
দীর্ঘকার পতঙ্গ মুখের ন্যায় সুম্মুখভাগের এই ট্রাক্টরটি ম্যানইউ ও ইয়েনমার এর সংযোজনে তৈরি।
ঠিক যেই মুহূর্তে ম্যানইউ সমর্থকরা আলেক্সিস সানচেজকে স্বাগত করার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময়ই ক্লাব ম্যানেজমেন্ট এই অদ্ভুত ট্র্যাক্টর নিয়ে ব্যাস্ত।
বিশ্বের অন্যতম ধনী ক্লাব হিসেবে পরিচিত ম্যানচেস্টার ইউনাইটেড বিভিন্নরকম দ্রব্যের স্পন্সরশিপের সাথে যুক্ত তাই এই ট্র্যাক্টর অনেকের কাছেই খুব একটা বিষ্ময়ের ব্যাপার নয়। ম্যানইউ এর রঙে রাঙানো জাপানি কোম্পানি ইয়েনমার এর তৈরি এই বৃহদাকার ট্রাক্টরটি ওল্ড ট্রাফোডের ঘাসের সঠিক যত্ন নিতে পারবে বলে সকলেই খুবই আশাবাদী।