আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল বৃহস্পতিবারের ম্যাচে। সে ম্যাচে মুম্বাই ব্যাঙ্গালুরুকে ৬ রানে হারায়।
তবে এই লেখার মূল নায়ক যুবরাজ সিং। যিনি ম্যাচটিতে প্রায় ফিরিয়ে এনেছিলেন ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার করা কিংবদন্তি এক স্মৃতি। বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে স্টুয়ার্ট ব্রডকে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।
ব্যাঙ্গালুরুর বিপক্ষের ম্যাচেও প্রায় এমন কাণ্ডই আবারও ঘটাতে বসেছিলেন যুবরাজ। ব্যাঙ্গালুরুর বোলার যুজবেন্দ্র চাহালের ওভারে পরপর তিন বলে তিন ছক্কা হাঁকান যুবরাজ। চাহালের ভাগ্য ভালো যে তার করা চতুর্থ বলে মোহাম্মদ সিরাজের দুর্দান্ত ক্যাচ যুবরাজের ঝড় থামায়। সেদিন যুবরাজের এমন ব্যাটিং দেখে ইংল্যান্ডের দুর্ভাগা ব্রডের মতো মনে হচ্ছিলো চাহালের নিজেকে।
চাহাল এই প্রসঙ্গে বলেন, ‘যুবরাজ পর পর তিনটি ছয় মারার পর নিজেকে ব্রড মনে হচ্ছিল আমার। সবাই জানেন যুবরাজ একজন কিংবদন্তী ব্যাটসম্যান। ওকে নিজের সেরা বল করার চেষ্টা করছিলাম। কিন্তু, খুব সহজেই সেই বল মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছিলেন তিনি।’