বছর ঘুরে চলে এসেছে যুব এশিয়া কাপের আরও একটি আসর। ২৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে এবারের আসর। আসরের শুরুর দিনই মাঠে নামবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের শিরোপা ধরে রাখার অভিযান।
শুক্রবার (৮ নভেম্বর) যুব এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সূচি অনুসারে প্রথম দিনই মাঠে গড়াবে দুই ম্যাচ। বাংলাদেশ ও আফগান যুবদের পাশাপাশি এদিন মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নেপাল।
আসরের দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ নভেম্বর লড়বে ভারত-পাকিস্তান। একই দিনে শারজাহতে হবে দুবাই ও জাপানের ম্যাচ। এরপর ১ ডিসেম্বর নেপালের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৯ নভেম্বর)
৫০ ওভারের এই টুর্নামেন্টে গ্রুপ ‘বি’ তে পড়েছে বাংলাদেশ। একই গ্রুপে আছে নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। অন্যদিকে ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, জাপান ও নেপাল।
বাংলাদেশ তিনটি ম্যাচই খেলবে দুবাইয়ে। নেপালের পর বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩ ডিসেম্বর লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে।
৬ ডিসেম্বর একই সময়ে হবে দুটি সেমিফাইনাল। একটি দুবাইয়ে, অন্যটি শারজাহতে। টুর্নামেন্টের ফাইনাল হবে ৮ ডিসেম্বর, দুবাইতে।