আসন্ন টুর্নামেন্ট গ্লোবাল সুপার লিগে বাংলাদেশ থেকে একমাত্র দল হিসেবে খেলবে রংপুর রাইডার্স। এরই মধ্যে টুর্নামেন্টকে কেন্দ্র করে জার্সি উন্মোচন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। নতুন খবর হচ্ছে, রংপুর রাইডার্সে খেলবেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার খুশদিল শাহ।
শনিবার (১৬ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পূর্বঘোষিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তামিম।
আরও পড়ুন: মেসির জন্যই বিশ্বকাপের নিয়ম ভেঙেছে ফিফা!
শাহনিয়ান তামিম বলেন, টুর্নামেন্টে ১৪ জনের স্কোয়াডের নিয়ম ছিল। অতিরিক্ত যদি থাকে সেটা আমাদের দায়িত্ব, আমরা করবো নাকি। আপনারা দেখেছেন আমাদের পাঁচজন বিদেশি ক্রিকেটার ছিল। আমাদের রংপুর রাইডার্সে বিপিএলেও খেলবেন এবং গ্লোবালেও জয়েন করবেন পাকিস্তান (অলরাউন্ডার) খুশদিল শাহ।
প্রসঙ্গত, এর আগে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছেন খুশদিল। বিপিএলে ১৭ ম্যাচে ৩০৪ রান এবং ১০ উইকেট নেয়ার রেকর্ড রয়েছে তার। এবার তিনি গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে তার দক্ষতা দেখাবেন।