সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার রাতে পর্দা উঠছে পাকিস্তানি প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের। আসরের প্রথম ম্যাচেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে সরাসরি সম্প্রচার করবে ডিস্পোর্ট।
৩২ দিনের টুর্নামেন্ট ১৭ মার্চ করাচিতে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। ৩৪ ম্যাচের ২৬টি হবে দুবাই, শারজা ও আবুধাবিতে। লিগ পর্বের শেষ ৪ ম্যাচসহ প্লে অফের ম্যাচগুলো পাকিস্তানের করাচি ও লাহোরে করার ঘোষণা দিয়েছে আয়োজকরা।
এবারের পিএসএলে বাড়তি চমক হিসেবে থাকছে আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। তিনি এবার লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন। আসর শুরু হওয়ার আগেই তিনি জানিয়েছিলেন পাকিস্তানে ক্রিকেটের জন্য এবং নিরাপদ প্রমাণের জন্য তিনি পাকিস্তান গিয়ে খেলবেন।
এদিকে ডি ভিলিয়ার্সের মতো তারকা ক্রিকেটার পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হওয়ায় আয়োজকরা মনে করছেন এতে করে বিদেশি খেলোয়াড়দের মধ্য থেকে পাকিস্তানে গিয়ে খেলার ভীতি কমবে। যেটি দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোয় বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছে দেশটির ক্রিকেট বোর্ড।
লাহোর কালান্দার্স মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), ফাখার জামান, হারিস সোহেল, এবি ডি ভিলিয়ার্স, ইয়াসির শাহ, সোহেল আক্তার, শাহিন শাহ আফ্রিদি, রাহাত আলী, আগা সালমান, হাসান খান, অ্যানটন ডেভিস, কার্লোস ব্র্যাথওয়েট, কোরি অ্যান্ডারসন, সন্দীপ লামিচান, মোহাম্মদ ইমরান, উমাইর মাসুদ, ব্র্যান্ডন টেইলর, গওহর আলী, আইজাজ চিমা, হারিস রউফ, ডেভিড ওয়াইজ, হারদুজ ভিলজয়েন।
ইসলামাবাদ ইউনাইটেড লুক রনকি (অধিনায়ক), শাহিবজাদা ফারহান, আসিফ আলি, হোসাইন তালাত, ফাহিম আশরাফ, জাফর গওহর, ওয়াক্কাস মাকসুদ, রুম্মান রাইস, শাদাব খান, মোহাম্মদ সামি, ইয়ান বেল, ফিলিপ সল্ট, ক্যামেরুন ডেলপোর্ট, সমিত প্যাটেল, মুহাম্মদ মুসা, ওয়াইন পার্নেল, জহির খান, ইমাদ বাট, রিজওয়ান হোসাইনি, নাসির নাওয়াজ।