অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে ভারতীয় দল। এই ম্যাচে ব্যাক্তিগত এক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে আছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
বিশ্বকাপের আগ মুহূর্তে নিজের হারানো ফর্ম ফিরে পেয়েছেন ধোনি। অস্ট্রেলিয়ায় মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে করেছিলেন টানা তিন ম্যাচে হাফ-সেঞ্চুরি। এরপর দেশের মাটিতেও প্রথম ওয়ানডেতে ৫৯ রানে অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। চলতি বছর মোট সাত ওয়ানডেতে করেছেন ৩০১ রান। এই বছরে এই ফরম্যাটে ধোনির গড় চোখ কপালে তোলার মতোই ১৫০.৫০!
দারুণ এই ফর্মের সুবাদে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৩৩ রান করলেই ভারতের অভিজাত ক্রিকেটারদের তালিকায় প্রবেশ করবেন ধোনি। আর মাত্র ৩৩ রান হলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রান পূর্ণ করে ফেলবেন এমএসডি।
তিন ফরম্যাট মিলিয়ে এত রানে পৌঁছনোর কৃতিত্ব ভারতীয়দের মধ্যে শুধু পাঁচ জনেরই রয়েছে। শচীন টেন্ডুলকার (৩৪,৩৫৭ রান), রাহুল দ্রাবিড় (২৪,২০৮ রান), বিরাট কোহালি (১৯,৪৫৩ রান), সৌরভ গঙ্গোপাধ্যায় (১৮,৫৭৫ রান) ও বীরেন্দ্র শেভাগ (১৭,২৫৩ রান) হলেন সেই পাঁচজন। ধোনি হতে চলেছেন ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার।