২০২১ সাল থেকে লাল বলে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের উইকেটরক্ষক ডানহাতি ব্যাটার লিটন দাস। বাংলাদেশের যেকোনো ব্যাটারের সর্বকালের সেরা র্যাংকিংয়ে চলে এসেছেন লিটন। টেস্ট র্যাংকিংয়ে লিটনের অবস্থান এখন ১৫ নম্বরে।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাকানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হারলেও প্রাপ্তি ছিল লিটনের সেঞ্চুরি। কিউইদের বিপক্ষে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার।
আইসিসির হালনাগাদকৃত ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে রয়েছেন লিটন। এতে টেস্টে লাল বলে দারুণ পারফর্মেন্সের পুরস্কার হিসেবে টেস্ট র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন লিটন দাস। বাংলাদেশের যেকোনো ব্যাটারের সর্বকালের সেরা র্যাংকিংয়ে চলে এসেছেন লিটন। টেস্ট র্যাংকিংয়ে লিটনের অবস্থান এখন ১৫ নম্বরে।
আইসিসির হালনাগাদকৃত ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে রয়েছেন লিটন। এতে টেস্টে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে টপকে গেছেন লিটন। ৬৫৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৬তম পজিশনে রয়েছেন রিজওয়ান।