অনেকটা নাটকীয় ভঙ্গিমায় দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিলো সফরকারী অস্ট্রেলিয়া।শেষ বলে নির্ধারণ হলো খেলার হারজিৎ। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারী অস্ট্রেলিয়া।
প্রথম টি-টোয়েন্টিতে ভিসাখাপাতনাম স্টেডিয়ামে সন্ধ্যায় টস জিতে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিক ভারতকে।
প্রথমে ব্যাট করতে নামেন রোহিত শর্মা। মাত্র ৫ রান করেই প্যাভিলিয়নে ফেরত যান। তারপর লোকেশ রাহুল ব্যাট করতে নেমে ৩৬ বলে ৫০ রান করে দলকে চাঙ্গা করার চেষ্টা করেন। কিন্তু বিরাট কোহলি ২৪ রানে কাঁটা পরে দলকে আবার বিপর্যয়ের দিকে ঠেলে দেন। এরপর মহেন্দ্র সিং ধোনি উত্তাপ হীন ব্যাটিং করে ৩৭ বলে ২৪ রান করে অপরাজিত থেকে যান। আর বাকিরা ছিল আসা যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ভারতের সংগ্রহ ১২৬।এর মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নিয়েছেন কোলটার নিল, ১টি করে উইকেট নেন বেহরেনড্রপ, জাম্পা ও অর্চি শর্ট।
জবাবে ব্যাট করতে নেমে ৫ রানেই দুই উইকেট হারায় অজিরা। সেখান থেকে দলকে টেনে তোলেন ম্যাক্সওয়েল। ১৪তম ওভারে দলের ৮৯ রানে আউট হওয়ার আগে খেলেন ৫৬ রানের দারুণ এক ইনিংস। এরপরই ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কোণঠাসা হতে থাকে অজি ব্যাটসম্যানরা। এদিকে ডার্সি শর্ট ও ম্যাক্সওয়েলের ৮৪ রানের জুটিতে ম্যাক্সওয়েল ৪৩ বলে ছয় চার ও দুই ছক্কায় ৫৬ রান করে দলের পরিস্থিতি বদলে দেয়। কিন্তু দুৰ্ভাগ্যবশতঃ যুজবেন্দ্র চেহেল তার উইকেটটির পতন ঘটান।তারপর ৩৭ বলে ৩৭ করে শর্ট রান আউট হওয়ার পর দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে ও রিচার্ডসনের দৃঢ়তায় জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
আগামী বুধবার বেঙ্গালুরুতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১২৬/৭ (রোহিত ৫, রাহুল ৫০, কোহলি ২৪, পান্ত ৩, ধোনি ২৯, কার্তিক ১, পান্ডিয়া ১, উমেশ ২, চেহেল ০; বেহরেনডর্ফ ১/১৬, রিচার্ডসন ০/৩১, কোল্টার-নাইল ৩/২৬, জ্যাম্পা ১/২২, কামিন্স ১/১৯, শর্ট ০/১০)
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১২৭/৭ (শর্ট ৩৭, স্টয়নিস ১, ফিঞ্চ ০, ম্যাক্সওয়েল ৫৬, হ্যান্ডসকম ১৩, টার্নার ০, কোল্টার-নাইল ৪, কামিন্স ৭, রিচার্ডসন ৭; বুমরাহ ৩/১৬, চেহেল ১/২৮, উমেশ ০/৩৫, পান্ডিয়া ১/১৭, মারকান্ডে ০/৩১)
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ন্যাথান কোল্টার-নাইল