ফরাসি ডিফেন্ডার এমেরিক লাপোর্তকে কিনতে ম্যানচেস্টার সিটিকে প্রায় সাড়ে ৬ লক্ষ ইউরো গুনতে হয়েছে। ক্লাবটি ২০২৩ সাল পর্যন্ত এগ্রিমেন্ট করেছে।
এর আগে ২০১৫ সালে বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনেকে কিনতে ওই সময়ের ক্লাব রেকর্ড প্রায় ছয় কোটি ২০ লাখ ইউরো খরচ করতে হয়েছিল ম্যানচেস্টারের ক্লাবটিকে।
নতুন ঠিকানায় এসে ভীষণ খুশি লাপোর্ত সিটির ওয়েবসাইটে বলেন, “কোচ পেপ গার্দিওলার অধীনে কাজ করতে এবং দলকে সাফল্য অর্জনে সাহায্য করতে আমি মুখিয়ে আছি। ক্লাব যে আমার উপর আস্থা রেখেছে এটা আমার কাছে অনেক কিছু।”