ব্যাটিং বিপর্যয় দিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত এবারের আসরে নিজেদের দ্বিতীয় মাচে প্রথম জয়ের দেখা পেলো সিলেট সিক্সার্স। আজ মঙ্গলবার মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামে চিটাগং ভাইকিংসকে শেষ বলে নিষ্পত্তি হওয়া ম্যাচে ৫ রানে হারিয়েছে তারা।
ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে খেলতে নাম সিলেট সিক্সার্স শুরুতেই ৩ উইকেট হারিয়ে বসলেও ডেভিড ওয়ার্নার, আফিফ হোসেন ও নিকোলাস পুরান ত্রয়ীর সৌজন্যে সিলেট ৫ উইকেট হারিয়ে ১৬৮ তোলে ২০ ওভারে।
স্পট ফিক্সিংয়ের মেয়াদ কাটিয়ে নতুন করে ফেরা আশরাফুল এখনো ‘আশার ফুল’ হয়েই রইলেন ভক্ত অনুরাগীদের মনে।
বিপিএলের এই আসরে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেললেন আশরাফুল ইসলাম। যদিও রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচেও সুযোগ পেয়েছিলেন কিন্তু মাত্র ৯৮ রান তাড়া করতে নেমে তাঁর অবদান ছিল ৫ বলে মাত্র ৩ রান। আর আজ করলেন ২৩ বল খেলে মাত্র ২২।
ফ্রাইলিংক যদিও নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু শেষ ওভারে প্রয়োজনীয় ২৪ রান তুলতে সমর্থ হন নি।১৬৩ রানে থমকে গেছে চিটাগং-এর ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
~~~~
সিলেট সিক্সার্স: ১৬৮/৫, (২০ ওভার)
ব্যাটিং: লিটন ০, ওয়ার্নার ৫৭, নাসির ৩, সাব্বির ০, আফিফ ৪৫, পুরান ৫২, অলক ২
বোলিং: ফ্রাইলিঙ্ক ৪-০-২৬-৩, নাঈম ৪-০-২০-১, রাজা ৩-০-২৮-০, আবু জায়েদ ৩-০-৩৪-০, খালেদ ৩-০-৩৩-১, মোসাদ্দেক ৩-০-২৫-০।
চিটাগং ভাইকিংস: ১৬৩/৭, (২০ ওভার)
ব্যাটিং: শাহজাদ ৬, দেলপোর্ত ৩৮, আশরাফুল ২২, মুশফিক ৫, রাজা ৩৭, মোসাদ্দেক ৭, ফ্রাইলিঙ্ক ৪৪, নাঈম ০, সানজামুল ২
বোলিং: তাসকিন ৪-০-২৮-৩, ইরফান ৪-০-৩৫-০, নাসির ১-০-১০-০, আল আমিন ৪-০-৫৭-০, লামিচানে ৪-০-২১-০, আফিফ ১-০-৬-০, অলক ২-০-৬-২।
দিনের দ্বিতীয় খেলায় আজ খুলনা টাইটানসের মুখোমুখি হচ্ছে রাজশাহী কিংস। খেলটি গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে।