ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে দলে অনিশ্চিত মুশফিকুর রহিম ও সিরিজে দুই ফিফটি করা মোহাম্মদ মিঠুন। মিঠুন পেয়েছেন হ্যামস্ট্রিংয়ের চোট আর পাঁজরের পুরনো ব্যাথা আবারো ফিরে এসেছে মুশফিকের। তাই একাদশে তাদের নিয়ে শঙ্কা থাকায় বিকল্প হিসেবে মমিনুল হক দলের সঙ্গে যোগ দিয়েছেন।
মমিনুলের ওয়ানডে দলে যুক্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন টাইগারদের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। মাসুদ বলেন, ‘মুশফিক-মিঠুনের স্ক্যান করানোর জন্য কোন আমরা এখনো কোন স্লট পাইনি। কাল(মঙ্গলবার) তাদের স্ক্যান হতে পারে। এরপর বোঝা যাবে তারা খেলার মতো অবস্থায় আছে কিনা। আপনারা জানেন মমিনুল দলের সঙ্গেই আছে শুরু থেকে। সাকিব আল হাসানের বিকল্প হিসেবে ১৫ জনের স্কোয়াডে এখন সে যুক্ত হয়েছে।
বিপিএল শেষ হওয়ার আগেই টেস্টের জন্য প্রস্তুতি নেয়ার উদ্দেশ্যে ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে পাড়ি জমান মমিনুল ও সাদমান ইসলাম অনিক। তৃতীয় ওয়ানডের জন্য দল যখন ডানেডিনে প্রস্তুতি নিচ্ছিল তখন ক্রাইস্টচার্চ টেস্ট দলের সব ক্রিকেটার অনুশীলন চালিয়ে যাচ্ছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশের অধীনে। সেখানেই ছিলেন মমিনুল। তাই তৃতীয় ওয়ানডের জন্য সোমবার ক্রাইস্টচার্চে টেস্ট স্কোয়াডের সদস্যদের সঙ্গে অনুশীলন থেকে ডানেডিনে ভেন্যুতে নিয়ে আসা হয় মমিনুলকে।
এদিকে জানা গেছে শেষ ওয়ানডেতে মোহাম্মদ মিঠুনের খেলার সম্ভাবনা খুবই কম। দলের ফিজিও প্রাথমিকভাবে জানিয়েছেন যদি মিঠুনের চোটের মাত্রা গ্রেড-ওয়ানও হয় তবে অন্তত সপ্তাহ খানেক বিশ্রামে থাকতে হতে পারে তাকে। সেক্ষেত্রে প্রথম টেস্টের আগে মাঠে নামতে পারছেন না তিনি। অন্যদিকে ১০ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচে নতুন করে পাঁজরে চোট পাওয়া মুশফিকুর রহিমের অবশ্য খেলার সম্ভাবনা আছে।