ডেভিস কাপে কোয়ার্টার ফাইনালে হেরে পেশাদার টেনিস ক্যারিয়ারকে বিদায় জানালেন ক্লে কোর্টের সম্রাট রাফায়েল নাদাল। ২৩ বছরের কেরিয়ারের শেষ ম্যাচটা হেরেই বিদায় নিতে হলো রাফাকে। ২২ গ্র্যান্ড স্লাম ও অলিম্পিক সোনাজয়ী এই টেনিস কিংবদন্তি নিজ দেশের কোর্টেই র্যাকেট তুলে রাখবেন।
বুধবার (১৯ নভেম্বর) মালাগায় ডেভিস কাপের ডাবলস কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। স্পেনের হয়ে প্রথম সিঙ্গেলসে নেদারল্যান্ডসের বর্টিচ ফন ডি জান্ডশুল্পের কাছে হেরেছেন এই কিংবদন্তি।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর)
অপর সিঙ্গলসে জয় পান কার্লোস আলকারাজ। এরপর নজর ছিল ডাবলসে। কিন্তু সেই ডাবলসে আলকারাজ ও মারসেন গ্রানোয়ার্স হেরে যান নেদারল্যান্ডসের জুটির কাছে। এরপরেই কোয়ার্টার ফাইনাল থেকে স্পেনের বিদায় নিশ্চিত হয়।
প্রসঙ্গত, ২০১৯ সালের পর স্পেন আর ডেভিস কাপ জিততে পারেনি। এবার স্পেনের বড় ভরসা ছিল নাদাল, তরুণ আলকারাজ ও মার্সেল গ্রনোলারস। তবে সেই ভরসা শেষ পর্যন্ত ডেভিস কাপ আনতে পারেনি।