হন্ডুরাসের বিপক্ষে কনকাকাফ ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হেরে গেছে মেক্সিকো। এমন লজ্জাকর হারে ক্ষুদ্ধ হয়ে মেক্সিকো কোচ হাভিয়ের আগিরের দিকে হাতে থাকা বিভিন্ন বস্তু ছুড়ে মারছিলেন সমর্থকরা। সমর্থকের ছোড়া ক্যান গিয়ে লাগে আগিরের মাথায়। এতেই বাধে বিপত্তি। হাভিয়ের আগিরের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে।
প্রথমে আগিরেকে দেখে বোঝা যায়নি কী হয়েছে। কিন্তু হুন্ডুরাস কোচ রেইনালদো রুয়েদার সঙ্গে যখন হাত মেলালেন তখন দেখা গেল তার মাথা থেকে রক্ত পরছে গাল বেয়ে। সেদিকে ইঙ্গিত করে রুয়েদাকে কী যেন বলছেন আগিরে। রুয়েদাও মাথার চুল নেড়ে দিয়ে সান্ত্বনা দিলেন।
আরও পড়ুন: আইপিএল নিলামে জায়গা পাওয়া কে এই কিশোর?
এমন অনাকাক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে এ অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘কনকাকাফের কাছে দল ও সমর্থকদের নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ। ফুটবলে এমন নৃশংস আচরণের কোনো স্থান নেই।’
ঘটনাটিকে তেমন পাত্তা দেননি আগিরে। তবে রুয়েদা খুবই ক্ষুব্ধ হয়েছেন এমন ঘটনায়, ‘এটা আর কখনো ঘটতে পারে না, শুধু এখানে না, হন্ডুরাসে না, বিশ্বের কোনো স্টেডিয়ামেই না। আমার খুবই খারাপ লাগছে, কারণ উনি একজন মানুষ, ওরা যেহেতু একজন কোচকে আহত করেছে, ওরা আমাকেও আহত করতে পারত, উনি তো তখন আমাকে অভিবাদন জানাতে আসছিলেন তখন।