বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট ফরম্যাটে বাংলাদেশী বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ৮ টি টেস্ট খেলে ২৬ টি উইকেট নেন,যেখানে তাঁর বোলিং গড় ২৮.৯২ এবং ইকোনমি রেট ২.৫৩।
কিন্তু দুঃখের বিষয়ে হচ্ছে, দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সাকিবের অবস্থান দ্বিতীয়তে। প্রথম অবস্থানে আছেন কিউই তারকা স্পিনার ড্যানিয়েল ভেট্টরি। তিনি ৯ ম্যাচে ৫১ উইকেট নিয়েছেন,যেখানে তার বোলিং গড় ১৬.৫ এবং ইকোনমি রেট ২.২৭।তবে, সেরা পাঁচে অবশ্য সাকিব আল হাসান ছাড়া আর কোনও বাংলাদেশী বোলার নেই।
এদিকে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে তৃতীয় এবং চতুর্থতে অবস্থান যথাক্রমে ক্রিস মার্টিন এবং নেইল ওয়াগনারের।
টাইগারদের বিপক্ষে মাত্র ৪টি টেস্ট খেলেছেন মার্টিন। যেখানে ২২.৫২ গড় এবং ৩.৭৪ ইকোনমিতে ১৯ উইকেট শিকার করেছেন সাবেক এই পেসার।
অপরদিকে মাত্র ৩টি টেস্ট খেলেই ১৭ উইকেট দখলে নিয়েছেন আরেক পেসার ওয়াগনার। বাংলাদেশের বিপক্ষে তাঁর বোলিং গড় ও ইকোনমিও দারুণ। মাত্র ২৩.০৫ গড়ে বোলিং করেছেন তিনি। আর ৩.১১ তাঁর ইকোনমি রেট।
তালিকার পঞ্চম স্থানে আছেন ডানহাতি পেসার ইয়াইন ও ব্রিয়েন। ১৪.০৬ গড় এবং ২.০৮ ইকোনমিতে বোলিং করে মোট ৪টি ম্যাচে ১৫ উইকেট শিকার করেছিলেন এই কিউই।