
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৭ মৌসুম খেলা সাকিব আল হাসান এবার খেলবেন নতুন দলের হয়ে। দীর্ঘদিন বাংলাদেশের তো বটেই বিশ্বের এক নম্বরে থাকা অলরাউন্ডার সাকিবকে সানরাইজার্স হায়দারাবাদ কিনে নিলো ২ কোটি রুপিতে।
এক কোটি রুপি ভিত্তিমূল্যের সাকিবকে কেনাতে প্রথম থেকেই আগ্রহ ছিল সানরাইজার্স হায়দারাবাদের। তবে রাজস্থান রয়্যালসও যোগ দেয় সাকিবকে কেনার এই নিলামে। তবে খুব বেশি একটা এগোয়নি এই নিলাম। মাত্র দুই কোটিতেই সাকিবকে পেয়ে যায় সানরাইজার্স। যদিও ২০১১ সালের আইপিএলে প্রথমবার সাকিবকে কলকাতা কিনেছিলো ২ কোটি ৭০ লাখ রুপিতে আর দ্বিতীয়বার ২০১৪ সালের নিলামে তারা আবারো সাকিবকে কিনে নেয় ২ কোটি ৮০ লাখ রুপিতে।
অন্য দিকে প্রথম দুই মৌসুমে সানরাইজার্স-এর হয়ে খেলা মুস্তাফিজুর রহমানকে প্রথম নিলামে কেউ না কেনায় আবার পরের নিলামে উঠবে তার নাম।
এখন পর্যন্ত নিলামে ঝড় তুলেছেন বেন স্টোকস। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের স্টোকসকে ১২ কোটি ৫০ লক্ষ রুপিতে কিনে নেয় আইপিএলে ফিরে আসা রাজস্থান রয়্যালস। যদিও আগের এইপিএলে ১৪ কোটি ৫০ লক্ষ রুপিতে বিক্রি হয়ে সবচেয়ে বেশি রুপি পারিশ্রমিক পাওয়া বিদেশী খেলোয়াড় হিসেবে রেকর্ড করেছিলেন স্টোকস।
৫ কোটি ৪০ লাখে মুম্বাই ইন্ডিয়ান্স পেয়েছে কেরান পোলার্ডকে তবে প্রথম ডাকে ক্রিস গেইলকে কেনেনি কোনো দল।
৭ কোটি ৬০ লাখ রুপিতে রবিচন্দ্রন অশ্বিন খেলবেন চেন্নাই সুপার কিংসে, ৫ কোটি ২০ লাখ রুপিতে পুরোনো দল সানরাইজার্স হায়দরাবাদে খেলবেন শিখর ধাওয়ান।
রাজস্থান রয়্যালস অজিঙ্কা রাহানেকে ৪ কোটি রুপিতে নিয়েছে আর ১ কোটি ৬০ লাখ রুপিতে চেন্নাই সুপার কিংসে গেছেন ফাফ দু প্লেসিস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে মিচেল স্টার্ক খেলবেন ৯ কোটি ৪০ লাখ রুপিতে, ২ কোটি রুপিতে হরভজন সিং খেলবেন চেন্নাই সুপার কিংসে।
এবার দিল্লি ডেয়ারডেভিলসে ৯ কোটি রুপিতে খেলবেন গ্লেন ম্যাক্সওয়েল। তার সাথে কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেয়া গৌতম গম্ভীর খেলবেন একই দলে । গত কয়েক আসরে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া এই ইন্ডিয়ান ক্রিকেটার এবার পাচ্ছেন মাত্র ২ কোটি ৮০ লাখ রুপি।
চেন্নাই সুপার কিংস ডোয়াইন ব্রাভোকে নিয়েছে ৬ কোটি ৪০ লাখ রুপিতে আর ৩ কোটি রুপিতে সানরাইজার্সে গেছে কেন উইলিয়ামসন।