নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে ম্যাচে পাত্তাই পায়নি বাংলাদেশ দল। বিশেষ করে নিউজিল্যান্ডের ফাস্ট বোলারদের সামনে দাঁড়াতেই পারছেন না তামিম, লিটন, মাহমুদুল্লাহ, মুশফিক। তবে দুটি ম্যাচেই একাদশে রুবেল হোসেনের না থাকাটা প্রশ্ন তুলেছে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা। তবে রুবেলের না থাকার কারণ জানালেন খালেদ মাহমুদ সুজন।
বিপিএলে শেষ করে এক সপ্তাহের কম ব্যবধানে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও শোচনীয় ভাবে হারে বাংলাদেশ দল। ব্যাটিং অথবা বোলিং কোনো ডিপার্টমেন্টেই জ্বলে উঠতে পারেননি টাইগাররা। দুটি ম্যাচেই ৮ উইকেটে ব্যাবধানে হারে বাংলাদেশ।
এদিকে ব্যাটিংয়ে রানের মধ্যে আছেন একমাত্র মোহাম্মদ মিঠুন। এছাড়া প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে সাইফুদ্দিন আর দ্বিতীয় ওয়ানডেতে রানের দেখা পান সাব্বির রহমান। এই দুই ব্যাটসম্যানই চল্লিশের ঘরে রান তুলে আউট হন। তাই ২০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে হেয়াইটওয়াশের লজ্জা এড়াতে বোলিং ও ব্যাটিং দুই ডিপার্টমেন্টেই জ্বলে উঠতে হবে।
তবে দুটি ম্যাচের একাদশ নিয়ে প্রশ্ন উঠেছে। বিপিএলে ২২ উইকেট নেওয়া রুবেল কেন একাদশের বাইরে থাকেছেন সেটি এখন টাইগার সমর্থকদের কাছে বড় একটি প্রশ্ন। নিউজিল্যান্ডে পেস বান্ধব উইকেট জোরে বোলাররা সব সময় সফল। রুবেলের বলে গতি থাকা সত্বেও কেন তাকে ব্যবহার করা হচ্ছে না। সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন খালেদ মাহমুদ সুজন। তার মতে সাকিবের ঘাটতি পূরণের জন্য একাদশে জায়গা হচ্ছে না রুবেলের।
খালেদ মাহমুদ সুজন সরাসরি না বললেও তিনি বলেন, সাকিব না থাকায় দলের ব্যালেন্স রক্ষা একটু কঠিন। আমাদের ওই মানের অলরাউন্ডার সত্যিই কম। এখন একজন কম ব্যাটসম্যান নিয়ে খেললে ঝুঁকি হয়। তাই একাদশে ব্যাটসম্যানের ঘাটতি মেটাতে অলরাউটন্ডার হিসেবে সাইফুদ্দীন জায়গা পাচ্ছেন। তারপরও আমি বলব, একাদশে একজন বোলারই কম মনে হচ্ছে আমার কাছে ।