লম্বা সময় ইনজুরির সঙ্গে লড়াইয়ের পর ৫ মার্চ থেকে ফিটনেস ট্রেনিং শুরু করেছেন সাকিব আল হাসান।। যার ধারাবাহিকতায় আজও এসেছিলেন মিরপুর স্টেডিয়ামে। ড্রেসিংরুমে খানকিটা সময় কাটিয়ে গেলেন বিসিবির জিমনেসিয়ামে। সেখান থেকে একাডেমি মাঠে। ব্যাটিং-বোলিং পুরোদমে শুরু করলেই বোঝা যাবে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন। শোনা যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে সাকিব ফিরবেন। তবে এখনও সেই নিশ্চয়তা দিতে পারেননি কেউ।
বিসিবি চিকিৎসক দেবাশীষ জানালেন, পূর্বের অবস্থা থেকে সাকিবের আঙুল উন্নতি করেছে। তবে নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না।’
এদিকে কয়েকদিন আগেই বিসিবির সভাপতি জানিয়েছিলেন তাড়াহুরো করে সাকিবকে তৃতীয় টেস্টে খেলানোর পক্ষপাতি তিনি নন। তার সুরেই আজ সুর মেলালেন বিসিবি নির্বাচক হাবিবুল বাসার সুমন। তার মতে সাকিব যদি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে তাহলে তৃতীয় টেস্ট খেলবেন নতুবা আইপিএল দিয়েই শুরু করবেন।
তিনি বলেন, ‘সাকিব বাংলাদেশ দলের সাথে অনেক দিন ধরেই আছে। এই গ্রুপটাই অনেক দিন ধরে খেলছে। এখানে আইপিএল কিংবা নিউজিল্যান্ডের তৃতীয় টেস্টের বিষয় না। এটা ফিটনেসের বিষয়। ও খেলার জন্য কতখানি প্রস্তুত? কোন খেলার জন্য প্রস্তুত? এখন আইপিএল বা তৃতীয় টেস্ট ম্যাচ আমাদের মাথায় নেই। ওর সুস্থতা আমাদের কাছে মূল বিবেচনার বিষয়। সে যদি সুস্থ থাকে তাহলে তৃতীয় টেস্ট খেলবে। যদি আইপিএল খেলার মতো সুস্থ হয় তাহলে আইপিএল খেলবে। এইসব নিয়ে তাই এখনই চিন্তা করছি না। তার সুস্থতাই আমাদের কাছে মূল বিষয়।’