রবিবার মাঠে নামছে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ। তবে এরই মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে শেষমেষ কে হচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক।
কারণ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষ এই ম্যাচে একাদশে অনিশ্চিত দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। সেক্ষেত্রে দলের নেতৃত্ব দিবেন দলের সহ অধিনায়ক ভুবনেশ্বর কুমার।
কিছুদিন আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলার সময় কাঁধের ইনজুরিতে পড়েন উইলিয়ামসন। সেই চোট ততো গুরুতর নয়। কিন্তু তারপরেও উইলিয়ামসনের প্রথম ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই ব্যাপারে ম্যাচের আগের দিন কথা বলেছেন হায়দরাবাদের কোচ টম মুডি।
আর উইলিয়ামসন না খেললে তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন দলের সহ অধিনায়ক ভুবনেশ্বর কুমার, একথাও জানা গেছে মুডির কথায়।
মিডিয়ার সামনে তিনি জানান, ‘এটা লম্বা ইনজুরি নয়। যদি সে খেলতে চায়, তাহলে আমরা তাঁকে একাদশে অবশ্যই রাখব।’
‘আমাদের পরবর্তী ম্যাচের আগে আমরা বেশ কয়েকদিন বন্ধ পেয়েছি। কাল যদি সে না খেলে তাহলে আমি দুশ্চিন্তার কিছুই দেখছি না। ভুবনেশ্বর কুমার আমাদের দলকে নেতৃত্ব দিবে, যেহেতু সে সহ অধিনায়ক।’