চলতি বিশ্বকাপে অলরাউন্ড পারফরম্যান্স করে নজর কেড়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে সাত ম্যাচে দুই সেঞ্চুরি ও চার ফিফটিতে করেছেন ৫৪২ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১১ উইকেট। আসরে বাংলাদেশের জেতা তিনটি ম্যাচেও ম্যাচ সেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতে।
এদিকে আসরে অন্যান্য পারফরমারদের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করলে দেখা যায় সাকিব একাই আসরের সফল ব্যাটসম্যান বোলারদের টেক্কা দিচ্ছেন। চলতি আসরে রোহিতের সমান সাত ম্যাচ খেলে মাত্র ২ রান কম নিয়ে ৫৪২ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারীর দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব।
এক ম্যাচ বেশি খেলেও ডেভিড ওয়ার্নার করেছেন ৫১৬ রান। এভাবেই সাকিব বিশ্বকাপে নিউজিল্যান্ডের সফল ব্যাটসম্যান কেন উইলিয়ামসন, পাকিস্তানের বাবর আজম, ইংল্যান্ডের জো রুটকে রান সংগ্রহের তালিকায় পেছনে ফেলেছেন।
এদিকে বোলিং পারফরম্যান্সে সাকিব টেক্কা দিচ্ছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ইংল্যান্ডের মার্ক উড, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, ভারতের যুজবেন্দ্র চাহাল ও পাকিস্তানের ওয়াহাব রিয়াজকে। যারা চলতি বিশ্বকাপে নিজ নিজ দেশের হয়ে দুর্দান্ত খেলছেন।
চলুন পরিসংখ্যান দেখে মিলিয়ে নেওয়া যাক
২০১৯ বিশ্বকাপে সাকিব আল হাসান
| ইনিংস | রান | সর্বোচ্চ | গড় | স্ট্রাইক রেট | ১০০/৫০ |
| ৭ | ৫৪২ | ১২৪* | ৯০.৩৩ | ৯৭.৮৩ | ২/৪ |
| ওভার | উইকেট | সেরা | গড় | ইকোনমি | ৪ |
| ৬৪.০ | ১১ | ৫/২৯ | ৩১.০৯ | ৫.৩৪ | ১ |
দুজন মিলে সাকিবের সমান
| ভারত | ইনিংস | রান | সর্বোচ্চ | গড় | স্ট্রাইক রেট | ১০০/৫০ |
| রোহিত শর্মা | ৭ | ৫৪৪ | ১৪০ | ৯০.৬৬ | ৯৬.৯৬ | ৪/১ |
| ওভার | উইকেট | সেরা | গড় | ইকোনমি | ৪ | |
| যুজবেন্দ্রচাহাল | ৬৪.০ | ১১ | ৪/৫১ | ৩৪.৪৫ | ৫.৯২ | ১ |
| অস্ট্রেলিয়া | ইনিংস | রান | সর্বোচ্চ | গড় | স্ট্রাইক রেট | ১০০/৫০ |
| ডেভিড ওয়ার্নার | ৮ | ৫১৬ | ১৬৬ | ৭৩.৭১ | ৮৬.৫৭ | ২/৩ |
| ওভার | উইকেট | সেরা | গড় | ইকোনমি | ৪ | |
| প্যাট কামিন্স | ৭০.১ | ১২ | ৩/৩৩ | ২৭.২৫ | ৪.৬৬ | ০ |
| ইংল্যান্ড | ইনিংস | রান | সর্বোচ্চ | গড় | স্ট্রাইক রেট | ১০০/৫০ |
| জো রুট | ৮ | ৪৭৬ | ১০৭ | ৬৮.০০ | ৯১.৫৩ | ২/৩ |
| ওভার | উইকেট | সেরা | গড় | ইকোনমি | ৪ | |
| মার্ক উড | ৬১.৪ | ১৩ | ৩/১৮ | ২৫.৭৬ | ৫.৪৩ | ০ |
| নিউজিল্যান্ড | ইনিংস | রান | সর্বোচ্চ | গড় | স্ট্রাইক রেট | ১০০/৫০ |
| কেন উইলিয়ামসন | ৬ | ৪৫৪ | ১৪৮ | ১১৩.৫০ | ৭৭.৮৭ | ২/১ |
| ওভার | উইকেট | সেরা | গড় | ইকোনমি | ৪ | |
| ট্রেন্ট বোল্ট | ৬৯.০ | ১৩ | ৪/৩০ | ২৪.১৫ | ৪.৫৫ | ২ |
| পাকিস্তান | ইনিংস | রান | সর্বোচ্চ | গড় | স্ট্রাইক রেট | ১০০/৫০ |
| বাবর আজম | ৭ | ৩৭৮ | ১০১* | ৬৩.০০ | ৮৫.৫২ | ১/২ |
| ওভার | উইকেট | সেরা | গড় | ইকোনমি | ৪ | |
| ওহাব রিয়াজ | ৫৯.৪ | ১০ | ৩/৪৬ | ৩৬.৭০ | ৬.১৫ | ০ |