9.1 C
New York
Saturday, April 20, 2024

Buy now

সাদমানকে হারিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই আফগানিস্তানকে গুটিয়ে দিলো বাংলাদেশ। ৩৪২ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। দ্বিতীয় দিনে শেষ পাঁচ উইকেটে যোগ করতে পেরেছে ৭১ রান।

জবাব দিতে নেমে প্রথম ওভারে শূন্য রানেই প্যাভিলনে ফিরতে হয়েছে ওপেনার সাদমান ইসলাম অনিককে। ইয়ামিন আহম্মেদ জাইয়ের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এরপর দ্বিতীয় উইকেটে সৌম্য ও লিটন জুটি ২০ বল থেকে ১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যান।

৫ উইকেটে ২৭১ রান নিয়ে দিন শুরু করা আফগানিস্তান আজ শুরু থেকেই উইকেট হারাতে থাকে। যার শুরুটা হয় তাইজুলের হাত ধরে। আজগর আফগানকে ব্যক্তিগত ৯২ রানে মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে প্যাভিলনে ফেরত পাঠান তিনি।

সপ্তম উইকেটে জাজাই ও রশিদ খান জুটির ২১ রানের মাথায আবার আঘাত আনেন তাইজুল। এরপর জাজাইকে ৪১ রানে বোল্ড আউট করেন তিনি।
এরপর আফগানদের হযে ঝড়ো রান তোলেন অধিনায়ক রশিদ খান। ৬১ বল থেকে ৩টি ছয় ও ২টি চারের মারে টেস্ট ক্যারিয়ার প্রথম অর্ধশতক করেন রশিদ। তবে এরপরই ৫১ রানে তাকে থামিয়ে আফগানদের প্রথম ইনিংসে দাড়ি টানেন মিরাজ।

এর আগে বৃহস্পতিবার টেস্টের প্রথম দিনে আফগানদের হয়ে সেঞ্চুরি করেছিলেন রহমত শাহ। তিনি ১৮৭ বল থেকে ১০১ রান করেছিলেন।
তাইজুল ইসলাম নিয়েছেন ৪ উইকেট। সাকিব আল হাসান ও নাঈম হাসান নিয়েছেন ২টি করে উইকেট। একটি করে উইকেট মাহমুদউল্লাহ ও মিরাজের।

সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ১১৭ ওভারে ৩৪২ (ইব্রাহিম ২১, ইহসানউল্লাহ ৯, রহমত ১০২, হাশমতউল্লাহ ১৪, আসগর ৯২, নবী ০, আফসার ৪১, রশিদ ৫১, কাইস ৯, ইয়ামিন ০, জহির ০*; তাইজুল ৪/১১৬, সাকিব ২/৬৪, মিরাজ ১/৭৩, নাঈম ২/৪৩, মাহমুদউল্লাহ ১/৯, সৌম্য ০/২৬, মুমিনুল ০/৯, মোসাদ্দেক ০/১)

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles