নিউজিল্যান্ডের দেওয়া ৩৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শুরুত দ্রুত উইকেট হারানোর পর এখন সাব্বির ও সাইফের ব্যাটে লড়ছে বাংলাদেশ।
হেয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে বাংলাদেশ টপ অর্ডারের তিন ব্যাটসম্যান আজও ব্যাট হাতে ব্যর্থ হন। স্কোর বোর্ডে ২ রান তুলতেই ফিরে যান তামিম, লিটন ও সৌম্য। যেখান লিটন ১ রান করতে পারলেন অন্য দুই ব্যাটসম্যান শূন্য হাতেই ফেরেন।
শুরুর বিপর্যয় সামলে ইনিংস মেরামতের চেষ্টা করেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। তবে দলীয় ৪০ রানে বোল্টের পেসে ধরাশায়ী হয়ে ১৭ রান নিয়ে ফিরে যান মুশফিক। এরপর পঞ্চম উইকেট ব্যাট করতে আসা সাব্বির রহমান মাহমুদুল্লাহর সাথে ২১ রোনের জুটি গড়ার পর বাংলাদেশ শিবিরে আঘাত আনেন গ্রান্ডহোম। তিনি ৩৬ বল থেকে ১৬ রান করা রিয়াদকে ফিরিয়ে দিলে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।
ষষ্ঠ উইকেটে সাব্বিরের সঙ্গী হন সাইফুদ্দীন। এই জুটিতে তারা বাংলাদেশের ইনিংস মেরামতের কাজ করতে। যেখানে এর মধ্যেই ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সাব্বির। ৫৯ বল থেকে ফিফটি পূরণের পথে তিনি ৭টি চার ও ১টি ছক্কার মার মারে। সাব্বিরকে সঙ্গ দেওয়া সাইফুদ্দীনও তাকে ভালো সাপোর্ট দিচ্ছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত এই জুটিতে তারা দুজনে মিলে ৬৬ রান তুলেছেন। বাংলাদেশের স্কোর ২৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান।