রংপুর রাইডার্সের হয়ে খেলতে সিলেটে এখন এবি ডি ভিলিয়ার্স। সকালে ঢাকায় পা রেখে হেলিকপ্টারে করে সিলেটে যান দক্ষিণ আফ্রিকান হার্ড হিটার।
রংপুরের হয়ে বৃহস্পতিবার সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবেন তিনি। এবারের আসরে রংপুরের পার্ফরমেন্স এখনো আশানুরুপ নয়। ছয়টি ম্যাচ থেকে দুটি জয় নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা। তবে ডিভিলিয়ার্স আসাতে দলের শক্তি এখন কয়েকগুন বেড়ে গেছে।গেইল,রুশোদের সাথে মাঠ মাতাবেন তিনি।
বিপিএলে প্রথমবার খেলছেন ডি ভিলিয়ার্স। জাতীয় দল থেকে অবসর নিলেও খেলছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ। ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ডি ভিলিয়ার্সের দখলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে করেছিলেন শতক।
বাংলাদেশের টুর্নামেন্টে খেলতে পেরে উচ্ছসিত ডি ভিলিয়ার্স। চলতি আসরে রংপুরকে চ্যাম্পিয়ন করার তার লক্ষ্য বলে জানিয়েছেন ডি ভিলিয়ার্স।