না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ডিফেন্ডার জর্জ বলডক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩১ বছর।
বুধবার (৯ অক্টোবর) দক্ষিণ এথেন্সের শহরতলি গ্লিফাদায় নিজ বাড়ির সুইমিং পুল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কি কারণে এই তারকার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।
জানা গেছে, বুধবার রাতে বলডকের বাড়ির সুইমিং পুল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। প্রাথমিক চিকিৎসার পরও তার জ্ঞান না ফিরলে, তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার মৃত্যুর সময় উল্লেখ করা হয়েছে বুধবার রাত ১০টা।
আরও পড়ুন: টেনিসকে বিদায় জানানোর ঘোষণা দিলেন রাফায়েল
বলডকের মৃত্যুতে শোক জানিয়েছে তার সাবেক ক্লাব শেফিল্ড ইউনাইটেড। শোক বার্তায় তারা লিখেছেন, ’শেফিল্ড ইউনাইটেড ফুটবল ক্লাব প্রাক্তন খেলোয়াড় জর্জ বলডকের মৃত্যুর খবর পেয়ে হতবাক এবং অত্যন্ত দুঃখিত। ব্রামল লেনে সাত বছর পর গ্রীষ্মে এই ডিফেন্ডার ক্লাব ছেড়ে চলে যান এবং সমর্থক, স্টাফ এবং সতীর্থদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন যারা তার পাশে একটি লাল এবং সাদা শার্ট টেনেছিলেন। শেফিল্ড ইউনাইটেডের সাথে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সমবেদনা জর্জের পরিবার এবং বন্ধুদের প্রতি প্রসারিত করা হয়েছে।’