পিঠের ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ২০২৩ সালে জাতীয় দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলেন এই বাঁ-হাতি পেসার। এরপর আর জাতীয় দলে দেখা যায়নি তাকে। এমনকি গত বিপিএলেও পাওয়া যায়নি ২৩ বছর বয়সী এই ক্রিকেটারকে।
তবে সম্প্রতি এক গণমাধ্যমে নিজের অবস্থানের কথা জানিয়েছেন এই তারকা। তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ অনেকদিন পর পুরোদমে অনুশীলনে ফিরলাম। মাঠের বাইরে থাকলে তো খারাপ লাগে, স্বাভাবিক। সবকিছু ঠিক থাকলে টি-২০ দিয়েই মাঠে ফিরব। খুলনা বিভাগের হয়ে খেলব এনসিএলে। এই সময়ের মধ্যে নিজেকে সম্পূর্ণ ফিট করে গড়ে তোলার লক্ষ্য থাকবে। বাকিটা আল্লাহ ভরসা।’
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর)
জানা গেছে, সম্প্রতি চিকিৎসা করাতে থাইল্যান্ড গিয়েছিলেন মৃত্যুঞ্জয়। এখন সুস্থ আছেন তিনি। এমনকি বিসিবি থেকেও মাঠে খেলার ছাড়পত্র পেয়েছেন। এরই মধ্যে মাঠের অনুশীলনও শুরু করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এনসিএল টি-২০ দিয়েই ক্রিকেটে ফিরবেন এই তারকা।
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মৃত্যুঞ্জয়। তবে এর মধ্যে টি-২০ ম্যাচটি ছিল হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের। এর বাইরে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৯ ম্যাচে ১৮ উইকেট এবং ১৯৭ রান করেছেন মৃত্যুঞ্জয়।