বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এবিজি স্পোর্টস ফিল্ডে চার দিনব্যাপী ‘স্টুডেন্ট আপরাইজিং মেমোরিয়াল কাপ’ অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করে প্রাইভেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ স্পোর্টস।
শনিবার (১৬ নভেম্বর) শেষ হয়েছে এই টুর্নামেন্টটি। আসরের ফাইনালে ইউল্যাব ইউনিভার্সিটিকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে জয় পায় আসরের ফাইনালে ইউল্যাব ইউনিভার্সিটিকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে শিরোপা
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৭ নভেম্বর)
পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে এই আসরে অংশ নেয় ২৪টি দল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল, বিইউপির মতো স্বনামধন্য প্রতিষ্ঠান খেলেছে এই টুর্নামেন্টে। আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ড্যাফোডিলের কিবরিয়া।
এই টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে আয়োজক কমিটির সদস্য জাকিয়া কবির জিহান বলেন, ‘সবাই অনেক উপভোগ করেছে এবং বলেছে খুব ভালো খেলা হয়েছে। আমাদের বলেছে যদি পরেরবার আয়োজন করে তাহলে আমরাও খেলব। আমরাও আয়োজন করতে চাই। চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। রানার্স আপ দলকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা। এ ছাড়া প্রতিটি দলের অংশগ্রহণ ফি থেকে প্রাপ্ত অর্থ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত দুজনের চিকিৎসার জন্য দেওয়া হবে।