5.8 C
New York
Friday, March 29, 2024

Buy now

স্বাগতিকদের বিপক্ষে আজ পাকিস্তানের আত্ববিশ্বাস ফিরে পাওয়ার লড়াই

দ্বাদশ বিশ্বকাপ আসরের পঞ্চম দিনের একমাত্র খেলায় মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তান। দুই দলই আজ আসরে তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে। ইংল্যান্ডের ট্রেন্ট ব্রিজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে।

চলতি আসরে পরাজয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে পাকিস্তান। আজকের ভেন্যু ট্রেন্ট ব্রিজে আসরে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে উইন্ডিজের কাছে লজ্জাজনকভাবে সাত উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয় সরফরাজ আহমেদের পাকিস্তান দল। নটিংহ্যামের ব্যাটিং সহায়ক পিচে ক্যারিবিয়দের সুশৃংখল বোলিং তোপে ২১.৪ ওভারে মাত্র ১০৫ রানে গুটিয়ে গেছে উপমহাদেশের দলটি।

অন্যদিকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আসর শুরু করে ইংল্যান্ড। আজকের ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও আত্ববিশ্বাসের দিক থেকৈ এগিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। পরিসংখ্যানও তেমনটাই জানান দিচ্ছে। ম্যাচের ভেন্যু ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে ২০১৬ সালে তিন উইকেটে ৪৪৪ এবং ২০১৮ সালে ছয় উইকেটে ৪৮১ রানের রেকর্ড গড়েছে ইংল্যান্ড।

এছাড়া সম্প্রতি ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে একটি সিরিজ পরাজয়সহ নিজেদের শেষ ১১টি ওয়ানডেতে পরাজিত হয় পাকিস্তান।

আজকের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ফাস্ট বোলার মার্ক উডকে পুনরায় দলে ডাকতে পারে। শট পিচ বলে পাকিস্তানের দুর্বলতার বিষয়টি বিবেচনা করে ফাস্ট বোরার জোফরা আর্চারের সঙ্গে জুটি হিসেবে উডকে রাখতে পারে ইংল্যান্ড।

ইংল্যান্ড: ইয়োইন মরগান (অধিনায়ক), জেসন রয়, জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, জস বাটলার (উইকেটরক্ষক), বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লানকেট, টম কারান, লিয়াম ডসন, মার্ক উড, আদিল রশিদ, জোফরা আর্চার, জো রুট।

পাকিস্তান: শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধি: ও উইকেটরক্ষক), ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, হারিস সোহেল, বাবর আজম, ইমাম উল হক, আসিফ আলী, ইমাদ ওয়াসিম, ফখর জামান. শাদাব খান, হাসান আলী, শাহিন আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles