ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর চারদিক থেকে তুমুল সমালোচনার স্বীকার ভারতীয় দল। তবে এমন হারের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন দলটির অধিনায়ক রোহিত শর্মা।
হোয়াইটওয়াশের পর সংবাদ সম্মেলনে রোহিত শর্মা বললেন, ‘অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমি আমার সেরা জায়গায় ছিলাম না। ব্যাট হাতেও নিজের সেরা জায়গায় ছিলাম না। আমি হতাশ।’
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৪ নভেম্বর)
তবে শুধু নিজেই নন, দল হিসেবেও তারা ব্যর্থ এমনটা দাবি এই অধিনায়ক বলেন, ‘এই ম্যাচে যে লক্ষ্য পেয়েছিলাম আমরা, সেটা তাড়া করে জেতা যেত। আমাদের একটাই কাজ করতে হত, সেটা হল যে নিজেদের দক্ষতাকে প্রয়োগ করা। যে কাজটা করতে আমরা দলগতভাবে ব্যর্থ হয়েছি। এরকম কন্ডিশনে নিজেদের সেরা ক্রিকেট খেলিনি আমরা। আর সেটার ফলই পেয়েছি।’
ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার বিষয়ে রোহিত বলেন, ‘একটা টেস্ট ম্যাচ (সিরিজ) হেরে যাওয়ার বিষয়টি মেনে নেওয়া কখনোই সহজ নয়। এটা সহজে হজম করা যাবে না। পুরো সিরিজেই নিউজিল্যান্ড আমাদের থেকে ভালো খেলেছে। পুরো সিরিজেই আমরা ভুলের পর ভুল করে গিয়েছি। যেটা আমাদের স্বীকার করতেই হবে।’