বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় ম্যাচসেরা হাসান আলীকে তিরস্কার করেছে আইসিসি। পাশাপাশি তাকে একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে।
ঘটনা প্রথম ম্যাচের ১৭তম ওভারের। ওই ওভারে হাসান আলীর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন নুরুল হাসান সোহান। আউট হওয়ার পর সোহানকে হাতের ইশারায় মাঠ ছাড়তে বলেন পাকিস্তানি পেসার। যা আইসিসির আচরণবিধির লেভেল-১ লঙ্ঘন।
আচরণবিধির ২.৫ ধারা অনুযায়ী কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর তাকে উদ্দেশ্য করে এমন কোনো ভাষা, অঙ্গভঙ্গি কিংবা ইশারা করা যেটা ব্যাটসম্যানকে আক্রমণাত্মক হতে বাধ্য করে। সে কারণেই হাসান আলীকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তিরস্কার করা হয়েছে।
পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। যা গেল ২৪ মাসের মধ্যে তার প্রথম ডিমেরিট পয়েন্ট। পরবর্তী ২৪ মাসের মধ্যে তিনি আরও ৩টি ডিমেরিট পয়েন্ট পেলে নিষিদ্ধ হবেন।