10.3 C
New York
Saturday, April 20, 2024

Buy now

রাতে হায়দরাবাদের ঘুরে দাঁড়ানোর লড়াই

আইপিএলে টানা তিন ম্যাচ হেরে চাপে পড়েছে ২০১৭ আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। আসরে নিজেদের অষ্টম ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ টেবিলের টপার চেন্নাই সুপার কিংস। আজ ১৭ এপ্রিল বুধবার আইপিএলের একমাত্র ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে।

চলতি আসরে পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে চেন্নাই সুপার কিংস। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বাকিদের নাগালের বাইরে চলে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনিরা। অন্যদিকে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৯ রানের শোচনীয় হার ও আইপিএল জুড়ে হতাশাজনক পারফর্ম্যান্স সানরাইজার্স হায়দরাবাদকে, লিগ টেবিলের প্রায় তলানিতে দাঁড় করিয়েছে। সাত ম্যাচে খেলে মাত্র তিনটিতে জয় নিয়ে টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে তারা।

এমন অবস্থায়, আইপিএলের চলতি মৌসুমে প্রথমবার মুখোমুখি হতে চলা চেন্নাই ও হায়দরাবাদের ম্যাচকে ঘিরে আগ্রহ তুঙ্গে। দুর্দান্ত দক্ষিণ ভারতীয় ডার্বি দেখার অপেক্ষায় ভারতীয় জনগণ। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের এই ম্যাচকে ঘিরে টিকিটের চাহিদাও বাড়ছে হু হু করে।

মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, ইমরান তাহিরের বিরুদ্ধে কল্কে পেতে টিম গেমকেই পাখির চোখ করছে হায়দরাবাদ। কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, বিজয় শঙ্করের ব্যাটিং, ভূবনেশ্বর কুমার, রশিদ খানদের বোলিং ক্লিক করলে, তাদের আটকানো মুশকিল হবে বলে এসআরএইচ-র তরফে জানানো হয়েছে।

অন্যদিকে, কথা নয়, কাজে জবাব দেওয়ার পক্ষপাতী চেন্নাই সুপার কিংস, এই ম্যাচেও মাঠেই নিজেদের কেরামতি দেখাতে বদ্ধপরিকর তারা। ফাফ ডুপ্লেসিস, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, ইমরান তাহিরদের ফর্ম ও ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির ইস্পাত কঠিন মানসিকতা এই লড়াইয়ে হলুদ বাহিনীকে এগিয়ে রাখবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles