নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষটিতে বুধবার ভোরে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ হারলেই তাদের সইতে হবে হোয়াইটওয়াশের লজ্জা। তাই জয় ছাড়া সেই লজ্জা এড়ানোর বিকল্প কোনো পথ খেলা নেই মাশরাফিদের সামনে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪ টায়।
ডানেডিনে ভেন্যুতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে বাংলাদেশর জয়ের পথটা সহজ হবে না। কারণ প্রথম দুই ওয়ানডে দুই ফিফটি তুলে নেওয়া মোহাম্মদ মিঠুনের এই ম্যাচে খেলার সম্ভবনা নেই বললেই চলে। হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন তিনি। দলের ফিজিও প্রাথমিকভাবে জানিয়েছেন যদি মিঠুনের চোটের মাত্রা গ্রেড-ওয়ানও হয় তবে অন্তত সপ্তাহ খানেক বিশ্রামে থাকতে হতে পারে তাকে।
অন্যদিকে বিপিএলে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম ভুগছেন পাঁজরের ব্যাথায়। তার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এই দুই ক্রিকেটারের ঘাটতি মেটাতে একাদশে যোগ দিয়েছেন মোমিনুল হক। তবে নিউজিল্যান্ড পেসারদের সামনে কতটা সফল হবেন সেটা ম্যাচের আগেই কিছু্ই বলা যাচ্ছে না।
এদিকে তৃতীয় ওয়ানডে হারলেই তাদেরকে সেই দাম দিতে হবে রেটিং পয়েন্ট হারিয়ে। সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং ছিলো ৯৩। অবস্থান- সপ্তম। তবে প্রথম দুই ম্যাচ হেরে এখন টাইগারদের রেটিং ৯১। অবস্থান- আগেরটিই। তৃতীয় ও শেষ ওয়ানডে হারলে আগের অবস্থানে থাকলেও, তাদের রেটিং হবে ৯০। অর্থাৎ সিরিজে হোয়াইটওয়াশ হলে তিনটি মূল্যবান রেটিং হারাবে বাংলাদেশ। কিন্তু শেষ ম্যাচ জিতলে আগের রেটিং ধরে রাখতে পারবে তারা। অর্থাৎ সিরিজ শুরুর আগে ৯৩ ছিলো, ২-১ ব্যবধানে হারেরও পরও ৯৩ই থাকবে বাংলাদেশের। তাই তিনটি রেটিং বাঁচাতে সিরিজের শেষ ওয়ানডেতে জয় ছাড়া কোন পথ খোলা নেই বাংলাদেশের।
বুধবারের ম্যাচে বাংলাদেশ হারলে র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে শ্রীলংকার সঙ্গে তাদের রেটিং ব্যবধান দাঁড়াবে ১২। তবে আজকের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিলে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান আগেটিই থাকবে। অথাৎ ১৫। তাই হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর সঙ্গে এটি টাইগারদের রেটিং পয়েন্ট বাঁচানোরও লড়াই।