9.2 C
New York
Saturday, April 20, 2024

Buy now

১০০ বল ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ

২০২০ সালের জুলাই মাসে ইংল্যান্ডের মাটিতে পর্দা উঠবে একশ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্যা হান্ড্রেড’ – এর। এই টুর্নামেন্ট মাঠে গড়াবে জুলাই মাসের ১৭ তারিখ থেকে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।

দ্যা হান্ড্রেড টুর্নামেন্টে অংশ নেবে মোট আট দল। ওভাল ইনভিন্সবল বনাম ওয়েলস ফায়ার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।

একনজরে দেখে নিন “দ্যা হান্ড্রেডের” চূড়ান্ত সূচি:-

জুলাই ১৭, শুক্রবারঃ ওভাল ইনভিন্সবল বনাম ওয়েলস ফায়ার

জুলাই ১৮, শনিবারঃ বার্মিংহাম ফনিক্স বনাম লন্ডন স্পিরিট, ম্যানচেস্টার অরিজিনালস বনাম নর্দান সুপারচার্জারস

জুলাই ১৯, রবিবারঃ ওয়েলস ফায়ার বনাম সাউদার্ন ব্রেভ, ট্রেন্ট রকেটস বনাম বার্মিংহাম ফনিক্স

জুলাই ২০, সোমবারঃ নর্দান সুপারচার্জারস বনাম ওভাল ইনভিন্সিবলস

জুলাই ২১, মঙ্গলবারঃ লন্ডন স্পিরিট বনাম ট্রেন্ট রকেটস

জুলাই ২২, বুধবারঃ সাউদার্ন ব্রেভ বনাম ম্যানচেস্টার অরিজিনালস

জুলাই ২৩, বৃহস্পতিবারঃ লন্ডন স্পিরিট বনাম নর্দান সুপারচার্জারস

জুলাই ২৪, শুক্রবারঃ বার্মিংহাম ফনিক্স বনাম সাউদার্ন ব্রেভ

জুলাই ২৫, শনিবারঃ ওভাল ইনভিন্সিবলস বনাম ম্যানচেস্টার অরিজিনালস, ট্রেন্ট রকেটস বনাম ওয়েলস ফায়ার

জুলাই ২৬, রবিবারঃ সাউদার্ন ব্রেভ বনাম ওভাল ইনভিন্সিবলস, নর্দান সুপারচার্জারস বনাম বার্মিংহাম ফনিক্স

জুলাই ২৭, সোমবারঃ ম্যানচেস্টার অরিজিনালস বনাম ট্রেন্ট রকেটস

জুলাই ২৮, মঙ্গলবারঃ ওয়েলস ফায়ার বনাম বার্মিংহাম ফনিক্স

জুলাই ২৯, বুধবারঃ ওভাল ইনভিন্সিবলস বনাম লন্ডন স্পিরিট

জুলাই ৩০, বৃহস্পতিবারঃ নর্দান সুপার চার্জারস বনাম সাউদার্ন ব্রেভ

জুলাই ৩১, শুক্রবারঃ ম্যানচেস্টার অরিজিনালস বনাম লন্ডন স্পিরিট

আগস্ট ১, শনিবারঃ ওয়েলস ফায়ার বনাম নর্দান সুপারচার্জারস

আগস্ট ২, রবিবারঃ ট্রেন্ট রকেটস বনাম ওভাল ইনভিন্সিবলস

আগস্ট ৩, সোমবারঃ বার্মিংহাম ফনিক্স বনাম ম্যানচেস্টার অরিজিনালস

আগস্ট ৪, মঙ্গলবারঃ সাউদার্ন ব্রেভ বনাম ট্রেন্ট রকেটস

আগস্ট ৫, বুধবারঃ নর্দান সুপারচার্জারস বনাম ম্যানচেস্টার অরিজিনালস

আগস্ট ৬, বৃহস্পতিবারঃ লন্ডন স্পিরিট বনাম ওভাল ইনভিন্সিবলস

আগস্ট ৭, শুক্রবারঃ সাউদার্ন ব্রেভ বনাম ওয়েলস ফায়ার

আগস্ট ৮, শনিবারঃ বার্মিংহাম ফনিক্স বনাম ট্রেন্ট রকেটস

আগস্ট ৯, রবিবারঃ ওয়েলস ফায়ার বনাম লন্ডন স্পিরিট

আগস্ট ১০, সোমবারঃ ট্রেন্ট রকেটস বনাম নর্দান সুপারচার্জারস

আগস্ট ১১, মঙ্গলবারঃ ওভাল ইনভিন্সিবল বনাম বার্মিংহাম ফনিক্স

আগস্ট ১২, বুধবারঃ লন্ডন স্পিরিট বনাম সাউদার্ন ব্রেভ

আগস্ট ১৩, বৃহস্পতিবারঃ ম্যানচেস্টার অরিজিনালস বনাম ওয়েলস ফায়ার

আগস্ট ১৫, শনিবারঃ ফাইনাল

আরও পড়ুন: ক্যারিবিয়ান দানব খ্যাত আন্দ্রে রাসেল যোগ দিলেন রাজশাহীতে

আন্দ্রে রাসেল যে বিপিএলে আসছেন তা প্রকাশ হয়েছিল আগেই। তবে অফিশিয়াল কোন ঘোষণা আসেনি এতদিন। এবার আসলো সেই বহুল প্রতীক্ষিত ঘোষণা। রাসেলের দল রাজশাহী রয়্যালস এক ফেইসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে এই ক্যারিবিয়ান দানবের বিপিএলে যোগ দেয়ার খবর খবর।

এর আগে খুলনার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, ‘আমরা প্রথমে শেন ওয়াটসনকে নিতে চেয়েছিলাম। কিন্তু বিপিএলের এবারের আদল পাল্টে যাওয়ায় এবং খেলা শুরুর সময় প্রায় ১০ দিন পিছিয়ে যাওয়ায় শেন ওয়াটসন অন্যত্র কথা বলে ফেলেছেন। পরে আন্দ্রে রাসেলের দিকে ঝুঁকে তাকেও পাইনি। সম্ভবত রাজশাহীর সাথে কথাবার্তা চূড়ান্ত হয়েছে আন্দ্রে রাসেলের।’

সুজনের কথায় আভাস পাওয়া যায় রাজশাহীতেই যোগ দিচ্ছেন আন্দ্রে রাসেল। অবশেষে তাই সত্য হলো। বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহী রয়্যালসে যোগ দিলেন রাসেল।

দেশি ক্রিকেটারঃ লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ চৌধুরী রাহি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালী, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদীন আফ্রিদী, নাহিদুল ইসলাম।

বিদেশি ক্রিকেটারঃ আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), রোবি বোপারা (ইংল্যান্ড), হজরতুল্লাহ জাজাই (আফগানিস্তান), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), মোহাম্মদ ইরফান (পাকিস্তান)।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles