১০৫ রানের বিশাল ব্যবধানে জয়ে পেলো ঢাকা। পরে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানেই শেষ হয়ে গেলো মাহমুদউল্লাহর খুলনা টাইটান্সের ইনিংস। চলতি আসরে দুই ম্যাচ থেকে ঢাকা দুটি জয় তুলে নিলেও সমান ম্যাচ খেলে হেরেছে খুলনা।
ঢাকার দেওয়া ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করেত নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা। এদিন দলের হয়ে সর্বোচ্চ স্কোর আসে জুনায়েদ সিদ্দিকীর ব্যাট থেকে। ১৬ বল থেকে ৩১ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া দুই অংকের ঘর ছুতে পেরেছেন সোহান ও আরিফুল হক। সোহান ১৫ বল ১৩ করে আউট হন।
দলের হয়ে এদিন ১৯ বল থেকে ১৯ রান নিয়ে অপরাজিত ছিলেন আরিফুল। তবে অপর প্রান্তে তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলো না। অধিনায়ক মাহমুদুল্লাহ ৮, স্টারলিং ১ ও জহুরুল ১ রানে প্যাভিলনে ফিরে যান।
ব্যাট হাতে সাকিব এদিন ডাক মারলেও তিন ওভার বল করে বল হাতে নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া সুনীল নারায়ণ ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন শুভাগত হোম ও মোহর শেখ।