চমকে ভরপুর এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে এবারের মেগা নিলাম।
আর নিলামে নাম উঠবে মাত্র ১৩ বছর বয়সী ক্ষুদে ক্রিকেটার বৈভব সূর্যবংশী। মাস দুয়েক আগেই ১৩ বছর ১৮৮ দিনে পেশাদার ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছিলেন এই ভারতীয় কিশোর। তাই আইপিএলের নিলামের জন্য শর্টলিস্টে চলে এসেছে বৈভব সূর্যবংশীর নাম।
আরও পড়ুন: ওমরাহ শেষে নতুন মিশনে সাকিব আল হাসান
প্রসঙ্গত, আইপিএলের মেগা নিলামে দুই দিনে ৫৭৪ ক্রিকেটারকে নিলামে তোলা হবে। এর মধ্যে ৩৬৬ জন ক্রিকেটার ভারতীয় ও ২০৮ জন বিদেশি। নিলামে আছেন অভিষেক না হওয়া ৩১৮ জন ভারতীয়, অভিষেক না হওয়া ১২ জন বিদেশি ক্রিকেটার।
রিটেনশন প্রক্রিয়ায় ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন আসরের ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলাম থেকে মোট ২০৪ জন ক্রিকেটার দল পাবেন, যেখানে বিদেশিদের জন্য জায়গা আছে ৭০টি।