10.7 C
New York
Saturday, April 20, 2024

Buy now

২০১৯ বিশ্বকাপের রেকর্ড ও পরিসংখ্যান

দেড় মাসের লম্বা ক্রিকেট যজ্ঞের সমাপ্তি ঘটলো ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে। ৪৮ ম্যাচের টুর্নামেন্টে হয়েছে একাধিক রেকর্ড। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সদ্য শেষ হওয়া ইংল্যান্ড বিশ্বকাপের যত পরিসংখ্যান:

  • চ্যাম্পিয়ন- ইংল্যান্ড
  • রানার্সআপ- নিউজিল্যান্ড
  • ম্যান অব দ্যা ফাইনাল- বেন স্টোকস
  • ম্যান অব দ্যা টুর্নামেন্ট – কেন উইলিয়ামসন

দলীয় রেকর্ডসমূহ:

  • সর্বোচ্চ ইনিংস- ইংল্যান্ড (৩৯৭/৯, বাংলাদেশের বিপক্ষে)
  • সর্বনিম্ন ইনিংস- পাকিস্তান (১০৫/১০, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)
  • এক ইনিংসে সর্বাধিক অতিরিক্ত রান- শ্রীলঙ্কা (৩৫)
  • সর্বোচ্চ ব্যবধানে জয়- ১৫০ (ইংল্যান্ড হারায় আফগানিস্তানকে)
  • বাংলাদেশের সবচেয়ে বড় জয়- ৬২ রানে (আফগানিস্তানের বিপক্ষে)

রানের রেকর্ড:

  • এক ম্যাচে সর্বাধিক রান- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (৭১৪)
  • সর্বাধিক রান- রোহিত শর্মা (৬৪৮)
  • সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস- ডেভিড ওয়ার্নার (১৬৬)
  • সর্বোচ্চ জুটি- ডেভিড ওয়ার্নার এবং উসমান খাজা (১৯২)
  • সর্বাধিক ব্যাটিং এভারেজ- সাকিব আল হাসান (৮৬.৫৭)
  • সর্বাধিক শতক- ৫টি (রোহিত শর্মা, ৯ ম্যাচে)
  • বাংলাদেশিদের মধ্যে- সাকিব আল হাসান (২ টি)
  • সর্বাধিক অর্ধশতক- সাকিব আল হাসান (৫টি)
  • সর্বাধিক ডাক- নুয়ান প্রদীপ এবং শোয়েব মালিক (৩ বার)
  • সর্বাধিক ছয়– এউইন মরগান (২২টি)
  • বাংলাদেশিদের মধ্যে লিটন দাস (৫টি)
  • এক ইনিংসে সর্বাধিক ছক্কা- এউইন মরগান (১৭টি)

বলের রেকর্ড:

  • সর্বাধিক উইকেট- মিচেল স্টার্ক (২৭টি)
  • বাংলাদেশিদের মধ্যে মোস্তাফিজুর রহমান (২০টি)
  • সেরা বোলিং ফিগার- শাহীন আফ্রিদি (৩৫/৬)
  • বাংলাদেশিদের মধ্যে- সাকিব আল হাসান (২৯/৫)
  • এক ইনিংসে সর্বাধিকবার ৫ উইকেট- মোস্তাফিজুর রহমান এবং মিচেল স্টার্ক (২ বার)
  • এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচ- রশিদ খান (১১০/০ (৯.০), ইংল্যান্ডের বিপক্ষে)
  • ক্যাচ এবং ডিসমিসালের রেকর্ড
  • সর্বাধিক ডিসমিসাল- টম লাথাম (২১টি)
  • এক ইনিংসে সর্বাধিক ডিসমিসাল- অ্যালেক্স ক্যারি (৫টি)
  • সর্বাধিক ক্যাচ- জো রুট (১৩টি)
  • বাংলাদেশিদের মধ্যে সৌম্য সরকার (৭টি)

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles