আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে সকল দল নেওয়া শুরু করেছে প্রস্তুতি। আর সেই ম্যাচকে সামনে রেখেই এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশঃ
বিশ্বকাপে বাংলাদেশ একাদশঃ
১)তামিম ইকবাল।২)সৌম্য সরকার।৩)সাকিব আল হাসান।৪)মুশফিকুর রহিম(Wk)৫)মোহাম্মদ মিথুন আলী।৬)মাহমুদুল্লাহ রিয়াদ।৭)সাব্বির রহমান।৮)মোহাম্মদ সাইফুদ্দিন।৯)মাশরাফি বিন মুর্তজা©১০)রুবেল হোসেন।১১)মুস্তাফিজুর রহমান।
উল্লেখ্য যে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচ হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশ দলকে।