9 C
New York
Monday, October 27, 2025

Buy now

২০২৪ সালে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন যে তারকারা

আর মাত্র কয়েকদিন পরই ২০২৪ সালটি আমাদের জীবনে অতীত হয়ে যাবে। এই সালটিতে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বেশ কয়েকজন তারকা। তাদের অনেককেই সাধারণের তালিকায় ফেলা অসম্ভব। চলুক দেখে নেওয়া যাক এই বিদায়ী বছরে কারা ক্রিকেটের অধ্যায় শেষ করেছেন।

এ বছরের বিদায় তালিকায় সবশেষ যুক্ত হয়েছে ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের নাম। ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। দেশের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৭৬৫ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে করেছেন ৪৩৯৪ রান। টেস্টে ৬টি সেঞ্চুরি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়া প্রথম বোলার তিনি।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (২৩ ডিসেম্বর)

বছরের মাঝামাঝিতে অবসর ঘোষণার শুরুটা হয় ইংলিশ পেস বোলিং লেজেন্ড জেমস এন্ডারসনের মাধ্যমে। দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন ৪২ বছর বয়সী এই তারকা। এন্ডারসন যখন লর্ডসে শেষবারের মত হাতে নিলেন লাল বল, তখন ৭০০ উইকেট তার নামের পাশে। আভিজাত্যের টেস্ট ইতিহাসে সবচেয়ে সফল পেসারের বিদায়ে স্যালুট দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব।

ঘরের মাঠ হ্যামিল্টনে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার এক মাস আগেই বিদায়ের খবর জানিয়ে দিয়েছিলেন কিংবদন্তি পেসার টিম সাউদি। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে কমপক্ষে ৩০০, ওয়ানডেতে ২০০ এবং টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেয়া একমাত্র বোলার টিম সাউদি। কিউইদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯১ উইকেট নেয়া সাউদি ব্যাট হাতে টেস্টে হাঁকিয়েছেন ৯৮ ছক্কা।

টি-২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। তিন ফরম্যাটে জাতীয় দলের হয়ে ১৯ হাজারের কাছে রান করা ওয়ার্নির বিদায় হয়েছে অনেকটা নীরবেই।

আরও পড়ুন: সিরিজ জয়ের দিনে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়েছেন অলরাউন্ডার মঈন আলী। ইংল্যান্ডের হয়ে সাড়ে ৬ হাজারের উপর রান, সাড়ে ৩০০ ওপর উইকেট নামের পাশে লিখে যাওয়ার সময় বলে গেলেন, সময়টা এখন নতুন প্রজন্মের।

আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টেনেছেন সাবেক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ভারতের হয়ে ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন এই তারকা ব্যাটার।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles