10.3 C
New York
Saturday, April 20, 2024

Buy now

৪২ বল বাকি থাকতেই আয়ারল্যান্ডকে খড়কুটোর মতো উড়িয়ে দিল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে আয়রিশরা প্রথমে ব্যাট করে উইলিয়াম পোর্টারফিন্ডের ৯৪ ও পল স্টারলিংয়ের ১৩০ রানের সুবাদে ৮ উইকেটে ২৯২ রান তুলল। এই ম্যাচ বাংলাদেশের হয়ে ৫ উইকেট নিয়েছেন রাহি।

এরপর প্রথমে তামিম ব্যাট করতে নেমে ৫৭ রান ও লিটনের ৭৬ রানের শুরুটা ছিল দুর্দান্ত। তামিম আউট হয়ে গেলে সাকিব ৫০,মুশফিক ৩৫ ও
মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত ৩৫ রানে ৪২ বল বাকি থাকতেই সহজ জয় তুলে নেই বাংলাদেশ।

এর আগে ডাবলিনে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। এদিন একাদশে তিনটি পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। চতুর্থ ওভারের শেষ বলেই সফলতা পায় বাংলাদেশ।

দলীয় ২৩ রানে উদ্ধোধনী ব্যাটসম্যান জেমস ম্যাককালাম ৫ রানে ফিরিয়ে দেন রুবেল হোসেন। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসা অ্যান্ডি বালব্রিনিকে ২০ রানে ফিরিয়ে দিয়ে ক্যারিয়ারের অভিষেক উইকেট তুলে নেন আবু জায়েদ রাহী।

দলীয় ৫৯ রানে দলের হাল ধরেন স্টারলিং ও পোটারফিল্ড। এই জুটিতে বাংলাদেশ বোলারদের হতাশায় ডুবিয়ে তৃতীয় উইকেটে ১৭৪ রান যোগ করেন। ইনিসের ৪৫তম ওভারে এই জুটির পোটারফিল্ডকে লিটনের হাতে ক্যাচ বানিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন রাহি।

পোটারফিল্ড ১০৬ বল থেকে ৭টি চার ও ২টি ছক্কায় ৯৪ রান করেন। ৪৭তম ওভারের জোড়া আঘাত হানেন রাহি। প্রথমে দলীয় ২৬৩ রানে কেবিন ওব্রাইন তামিমের হাতে ৩ রানে প্যাভিলনে ফেরেন।

পরের বলেই রাহি বিদায় করেন সেট ব্যাটসম্যান স্টারলিংকে। তিনি ১৪১ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ১৩০ রান করে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তবে রাহি এখানেই থামেননি। ২৮৭ রানে গ্যারি উইলিয়ামসনকে ক্যাচ বানিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই ৫ উইকেট তুলে নেন।

একসময় মনে হচ্ছিল ৩০০ ছাড়িয়ে যাবে আইরিশদের স্কোর। তবে শেষ দিকে অন্যকোন ব্যাটসম্যান উল্লেখযোগ্য কোন রান না করতে পারলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯২ রানে থামে আইরিশদের সংগ্রহ।

বাংলাদেশের আবু জায়েদ রাহি ৫ উইকেট লাভ করেন।

উল্লেখ্য, আগামী ১৭ মে বাংলাদেশ-উইন্ডিজ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles