কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে মাত্র ৫৩ রানে অলআউট করে ১৮২ রানের বিশাল জয়ে শিরোপা নিশ্চিত করেছে টাইগার যুবারা।
ফাইনালে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বৃষ্টিবিঘ্নিত ৪২ ওভারের ম্যাচে ২ বল বাকি থাকতে অলআউট হয় টাইগার যুবারা। এর আগে বাংলাদেশ ২৩৪ রান করে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৯১ বলে ৯৩ রান করেন আইচ মোল্লা।
এছাড়া মোহাম্মদ আশিকুর জামান ৫৮ বলে ৫০ ও প্রান্তিক নওরোজ নাবিল ২৫ বলে ২৮ রান করেন। ভারতের পক্ষে ধানুশ গৌদা ৩ টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট উইকেট হারাতে থাকে ভারত অনূর্ধ্ব-১৯ বি দল। নয়নের বোলিংতোপে শেষপর্যন্ত ২১.৩ ওভারে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় ভারত।
বাংলাদেশের হয়ে নয়ন একাই নেন ৪ উইকেট। এছাড়াও মেহরব হোসেন ও আশিকুর জামান দুটি করে উইকেট শিকার করেন। একটি উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব।
প্রসঙ্গত, এই টুর্নামেন্টে কোন ম্যাচ হারেনি টাইগার যুবারা। অপরাজেয় থেকেই জিতে নিয়েছে শিরোপা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২৩৪/১০ (৪১.৪ ওভার) (আইচ ৯৩, জামান ৫০, নাবিল ২৮; ধানুশ ৬২/৩, রবি ২৭/২, শাশ্বত ২৭/২)
ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল: ৫৩/১০ (২১.৩ ওভার) (উদয় ২৬, তাম্বে ১১; নয়ন ৪/১৬, মেহরব ২/৭)