প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের ডিরেক্টর সুপারস্টার শাকিব খান এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি কিনেছে। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে অভিনেতা তার কেনা বিপিএল ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করলেন আজ। এবারের বিপিএলে মাঠ মাতাবে শাকিবের নতুন দল ‘ঢাকা ক্যাপিটালস’।
বিপিএল ফ্র্যাঞ্চাইজি নিয়ে শাকিব খান বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক রেসপন্স দিয়েছেন। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’।
আরও পড়ুন: মাশরাফিকে নিয়ে মুখ খুললেন সিলেট স্ট্রাইকার্সের সাবেক মালিক
আসন্ন ১১তম বিপিএলের আসরের দেশের প্রথম চিত্রতারকা হিসেবে বিপিএলে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান। এই অভিনেতা তার দল সম্পর্কে বলেন, আমি আশা করি আপনাদের সকলের সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস অর্জন করবে কাঙ্খিত সাফল্য।
প্রসঙ্গত, চলতি বছরের ডিসেম্বরের শেষ দিকে শুরু হয়ে ২০২৫ সালের পুরো জানুয়ারিতে চলার কথা ১১তম বিপিএল। এমনকি চলতি মাসেই হওয়ার কথা প্লেয়ার্স ড্রাফট।