বাংলাদেশের ক্রিকেটের এক অবহেলিত নাম ইমরুল কায়েস। এবার অবহেলার আক্ষেপ নিয়েই টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন বাঁহাতি এই ব্যাটার। ১৬ নভেম্বর লাল বলের ক্রিকেট থেকে বিদায় নেবেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
বুধবার (১৩ নভেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিদায়ের ঘোষণা দেন বাঁহাতি এই ব্যাটার।
ভিডিওবার্তায় ইমরুল বলেন, ‘আমি ইমরুল কায়েস। দেশের সকল ক্রিকেটপ্রেমিদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ১৬ নভেম্বর আমি আমার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ষোষণা করতে যাচ্ছি। পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটেরও ইতি টানছি। আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এটি।’
আরও পড়ুন: লড়াই করে মালদ্বীপের কাছে হারল বাংলাদেশ
প্রসঙ্গত, ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দলে নিয়মিত ছিলেন না ইমরুল। সাদা পোশাকে নিজের শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালে। কলকাতার ইডেন গার্ডেনসে গোলাপি বলের টেস্টের পর পাঁচ বছরে আর নামা হয়নি এই ফরম্যাটে। অভিষেকের পর থেকে খেলেছেন ৩৯টি টেস্ট। ৭৬ ইনিংসে তার ব্যাট থেকে ২৪.২৮ গড়ে এসেছে এক হাজার ৭৯৭ রান। সেঞ্চুরি তিনটি, হাফসেঞ্চুরি চারটি।