সম্প্রতি তিনটি চ্যাম্পিয়ন্স লিগকে খুবই স্পেশাল হিসেবে অভিহিত করেছেন ইতালিয়ান তারকা কার্লো আনচেলত্তি। তার স্পেশাল তিনটি শিরোপার দুটিই রিয়াল মাদ্রিদের সঙ্গে, অন্যটি জেতেন এসি মিলানে।
২০০৩ সালে ইতালির ক্লাবটির হয়েই ওই চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ নিয়েছিলেন তিনি, সেটা ছিল তার প্রথম চ্যাম্পিয়ন্স লিগ। রিয়ালের সঙ্গে দুটি ‘স্পেশাল’ জিতেন ২০১৪ ও ২০২২ সালে। কোচিং ক্যারিয়ারে আনচেলত্তির চ্যাম্পিয়ন্স লিগ ৫টি।
ফ্রান্স ফুটবলকে আনচেলত্তি বলেন, ‘স্পেশাল শিরোপা? এগুলো সবই চ্যাম্পিয়ন্স লিগ; এসি মিলানে ২০০৩ সালে, রিয়াল মাদ্রিদে ২০১৪ ও ২০২২ সালে। মানুষজন ভেবেছিল ২০২১ সালে নাপোলি ও এভারটনের পর আমার ক্যারিয়ার শেষ। তাই শেষেরটা (২০২২ সালে) গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: মানুষের বিশ্বাসের প্রতিদান দিতে চান সালাউদ্দিন
চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ শিরোপা জেতা আনচেলত্তি নিজেকে সেরা কোচ মনে করেন না উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মনে হয় ফুটবলে কিছু আবিস্কার করিনি। সব সময় চেষ্টা করেছি প্লেয়ারদের ভালো অবস্থানে নিয়ে যেতে, যাতে ম্যাচের সময় তারা কমফোরটেবল থাকে। প্লেয়াররাই শো’র তারকা।’
প্রসঙ্গত, ১৯৯৫ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে কোচিংয়ে পদার্পণ করেন আনচেলত্তি। প্রায় ত্রিশ বছরের ক্যারিয়ারে ৩০টি শিরোপা জিতেছেন তিনি।