আর মাত্র চারমাস পরই মাঠে গড়াবে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু নানান কারণে প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছে এই টুর্নামেন্টটি। নতুন করে আজ ফের আলোচনায় ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) একটি খবরে। সেটি সত্যি হলে চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন আসরটি ‘হাইব্রিড’ মডেলেই হচ্ছে! তবে, পাকিস্তানি সংবাদমাধ্যম সামাটিভি বলছে, হাইব্রিড মডেলের খবর ভিত্তিহীন। খেলা হবে পাকিস্তানেই।
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রের বরাত দিয়ে বলেছে, ‘এ’ গ্রুপে থাকা ভারতের ম্যাচগুলো যেন দুবাইয়ে আয়োজন করা হয়, পিসিবির কাছে বিসিসিআই সেই কথা জানিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে এটাই তাদের অবস্থান। এখানে কোনো পরিবর্তন সম্ভব নয়।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৯ নভেম্বর)
ভারত ছাড়াও ‘এ’ গ্রুপে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ। ভারতের জন্য এবার হাইব্রিড মডেল বাস্তবায়ন হলে লাল সবুজের প্রতিনিধিদের পাকিস্তানের বাইরে গিয়ে কয়েকটি ম্যাচ খেলতে হবে।
প্রসঙ্গত, গত বছর নিরাপত্তার ইস্যু দেখিয়ে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। এবারও একই কারণ দেখাল তারা।