সময়টা খারাপ যাচ্ছে রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পের। চোটের কারণে জাতীয় দলে না খেলায় সমালোচনার পর এবার তার বিরুদ্ধে উঠেছে গুরুত্বর অভিযোগ। তার বিরুদ্ধে সুইডেনের নৈশক্লাবে এক নারীকে ধর্ষণ ও যৌন নিপিড়নের অভিযোগ উঠেছে বলে খবর প্রকাশ করেছে সুইডিশ গণমাধ্যম।
এরই মধ্যে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে অভিযোগের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এমবাপ্পে। পিএসজির সঙ্গে মিলে সুইডিশ ঐ পত্রিকা ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: বিপিএলে চট্টগ্রামের হয়ে মাঠ মাতাবেন আফ্রিদি
দেশটির স্টকহোমে এই ঘটনা ঘটেছে বলে দাবি সুইডেনের বেশকিছু গণমাধ্যমের। ফ্রান্স দল যখন নেশন্স লিগের ম্যাচ খেলতে ব্যস্ত, তখন এমবাপ্পেকে দেখা যায় সুইডেনের এক নৈশক্লাবে। সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে। এমনই খবর প্রকাশ করেছে গণমাধ্যমগুলো।
অভিযোগের বিষয়ে সুইডেন পুলিশ জানায়, এমবাপ্পেকে নিয়ে সন্দেহের মাত্রাটা খুব বেশি নয়। তদন্ত চলমান আছে, এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়ার মতো কিছু পাওয়া যায়নি। তবে, যেহেতু এ ধরনের বিতর্কিত অভিযোগ উঠে এসেছে তাই পুরোপুরি অনুসন্ধান শেষেই মতামত দিতে চান তারা।
অভিযোগের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন এমবাপ্পে। এক্স-এর পোস্টে তিনি উল্লেখ করেন, সুইডিশ ঐ গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা আছে পিএসজির। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। পিএসজির কাছে ৫৫ মিলিয়ন ইউরো বেতন বকেয়া থাকায় ক্লাবের বিরুদ্ধে মামলা করেন এই ফরাসি ফরোয়ার্ড। আর ধর্ষণের বিষয়টিও নাকি ঐ মামলার সঙ্গে সম্পৃক্ত।