অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে টানা দ্বিতীয়বারের মতো হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবার চ্যাম্পিয়নদের সুখবর দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৯ ডিসেম্বর) আজিজুল হাকিম তামিমদের ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ। ঐতিহাসিক জয়ের কিছুক্ষণ পরই যুবাদের নিজের অভিনন্দন বার্তা পৌঁছে দেন ক্রীড়া উপদেষ্টা। এবার তিনি আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণাও দিলেন।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৯ ডিসেম্বর)
জাতীয় ক্রীড়া পরিষদ সচিবের সই করা এক বিবৃতিতে জানানো হয়, অনূর্ধ্ব-১৯ পুরুষ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের গৌরবময় সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথা জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ হতে মাননীয় উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মাননীয় চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদ অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট দলকে ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন।
প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এ নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নের স্বাদ পেলো যুবারা। ২০২৩ সালের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথম শিরোপা জেতে যুবারা।