ভারতে সবচেয়ে জনপ্রিয় তারকা জুটি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। বিরুষ্কা তাদের চতুর্থ বিয়েবার্ষিকী উদযাপন করেছেন শনিবার। বিশেষ দিনে ভক্ত-শুভাকাঙক্ষীদের ভালোবাসায় সিক্ত তারা। শুভেচ্ছার জবাবও দিয়েছেন।
অনুষ্কা শর্মা জনপ্রিয় অভিনেত্রী হওয়ার পাশাপাশি নিজের প্রোডাকশন হাউস চালাচ্ছেন, বিরাট কোহলি ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ও ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিচ্ছেন।
যখন এই দুইজনের সুরক্ষার কথা আসে, সেলিব্রিটিরা বড় অঙ্কের ব্যয় করার কথা দুবার ভাবেনও না। তবে আপনি কি জানেন যে এই দুই সেলিব্রিটির দেহরক্ষীরা কত বেতন দেন?
ভারতের জনপ্রিয় বিনোদনভিত্তিক ওয়েবসাইট ডিএনের এক প্রতিবেদনের বরাত দিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্র্যাকার্সের খবরে সনুর বেতনের বিষয়টি উঠে এসেছে।
আনুশকা তাকে বছরে ১ কোটি ২০ লাখ রুপি বেতন দেন। ভারতের বড় বড় কোম্পানীর সিইওরা এই বেতন পান না।
সনু গত কয়েক বছর ধরেই আনুশকার সঙ্গে রয়েছেন। সোনু বিরাটের সঙ্গে বিয়ে না হওয়ার আগে থেকেই অনুষ্কার সুরক্ষার দায়িত্বে আছেন। বিয়ের পর থেকে আনুশকার পাশাপাশি বিরাটের নিরাপত্তাও দিয়ে আসছেন সনু। গত জানুয়ারি মেয়ে সন্তানের বাবা মা হন বিরুষ্কা। এরপর থেকে ভামিকার নিরাপত্তার দিকটিও দেখছেন সনু।
বিরুষ্কা সোনুকে তাদের পরিবার হিসাবে বিবেচনা করেন। সোনুর সঙ্গে দুজনেরই ঘনিষ্ঠতা এমন যে তারা প্রতি বছর তাঁর জন্মদিনও এক সঙ্গে পালন করে।