মাত্র ১২৯ রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জিতবে বাংলাদেশ, এটা অনেকটাই স্বপ্নের মতো। তবে সেটাই বাস্তবে রূপ দিয়েছে টাইগার বাহিনী। শুরুর দিকে ধুঁকতে থাকা বাংলাদেশ শেষদিকে শামিম হোসেন পাটোয়ারির ক্যামিওতে লড়াকু সংগ্রহ পায়। এরপর বোলাররা সেটাকেই বানিয়ে ফেলেন জয়সূচক স্কোর। টানা দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে হারালো লাল-সবুজের জার্সিধারীরা।
বোলিং নৈপুণ্যে ক্যারিবীয়দের ১০২ রানে অলআউট করে দিয়েছে লিটন বাহিনী। ২৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ (২-০) নিশ্চিত করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই প্রথম কোনো টি-টোয়েন্টি সিরিজ জিতলো টাইগাররা।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৮ ডিসেম্বর)
সেন্ট কিটসে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ১২৯ রান করে টাইগাররা। ১৭ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৫ রান করেন শামিম। জবাবে ১০২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। এছাড়া রিশাদ হোসেন, তানজীম হাসান সাকিব ও শেখ মেহেদী নেন ২টি করে উইকেট।
এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৭ রানে জিতেছিল টাইগাররা।
ক্যারিবীয়দের বিপক্ষে এখন পর্যন্ত দুই বা দুইয়ের অধিক ম্যাচের ৪টি দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এবারের সিরিজসহ মোট ২টিতে জিতেছে টাইগাররা। বাকি দুটিতে ওয়েস্ট ইন্ডিজ।