মহামারী করোনার সংক্রমণের পর থেকে অনেকগুলো দুঃসংবাদের সাক্ষী হয়েছে ক্রীড়া বিশ্ব। বলা চলে জমের মুখ থেকে ফিরে এসেছেন বেশকিছু কিংবদন্তি খেলোয়াড়।
ইউরো ২০২০ এ ক্রিশ্চিয়ান এরিকসেন, ২০২১ সালের অক্টোবরে সার্জিও আগুয়েরো, কিংবা এই দিন দুয়েক আগে পাকিস্তানি ব্যাটার আবিদ আলি। ক্যারিয়ার হুমকির মুখে পড়ে গেলেও তারা সবাই অন্তত শেষমেশ বেঁচে ফিরেছিলেন।
কিন্তু সে সৌভাগ্য হলো না ওমানি ফুটবলার মুখালেদ আল রাকাদির। মাঠে হার্ট অ্যাটাক হলো তার, হাসপাতালেও নেওয়া হয়েছিল। তবে শেষরক্ষা হয়নি। সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি মৃত্যুর কোলেই ঢলে পড়েছেন।
গতকাল ওমান ফুটবল লিগের ষষ্ঠ রাউন্ডে মুখোমুখি হয়েছিল মুখালেদের দল মাসকাট এফসি ও আল-সুয়াইক এফসি। ম্যাচের আগে গা গরম করছিলেন, তখনই ঘটল ঘটনাটা। ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার হার্ট অ্যাটাকের কবলে পড়েন। এরপরই তাকে দ্রুত পাঠানো হয় হাসপাতালে। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি। না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
সে ঘটনার পর গতকালকের ম্যাচটি স্থগিত করে দিয়েছে মাসকাট।