ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়্ন্স লিগ ম্যাচের আগেই বড় দুঃসংবাদ পেলো লিভারপুল। হ্যামস্ট্রিং চোটের কারণে দেড় মাসের জন্য ছিটকে গেছেন ক্লাবের ফার্স্ট চয়েজ গোলরক্ষক অ্যালিসন বেকার। অতএব আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত অ্যালিসনকে মিস করবে লিভারপুল।
জানা গেছে, গত শনিবার প্রিমিয়ার লিগের খেলায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলতে নেমে চোটে পড়েন অ্যালিসন। ম্যাচের ৭৯ মিনিটের ওই চোটে মাঠই ছাড়তে হয়েছিল ব্রাজিলিয়ান এই গোলরক্ষককে।
আরও পড়ুন: প্রতিপক্ষের ঘাড়ে কামড় দিয়ে ৮ ম্যাচ নিষিদ্ধ হলেন ফুটবলার
ইংলিশ সংবাদমাধ্যমে ডেইলে মেইলের খবরের তথ্যমতে, অ্যালিসনের চোট কতটা গুরুতর, সেটি জানতে তার শরীরে স্ক্যান করা হয়েছে। এরপরই হ্যামস্ট্রিং চোট ধরা পড়ে।এ কারণেই আগামী ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে অ্যালিসনকে ছাড়াই প্রিমিয়ার লিগের চারটি, চ্যাম্পিয়ন্স লিগের দুটি ও কারাবাও কাপের একটি ম্যাচ খেলতে হবে লিভারপুলকে।
প্রিমিয়ার লিগে লিভারপুরের ম্যাচগুলো হলো চেলসি, আর্সেনাল, ব্রাইটন ও অ্যাস্টন ভিলার বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের দুটি ম্যাচ আরবি লাইপজিগ ও বায়ার লেভারকুসেনের বিপক্ষে খেলবে অল রেডরা। আর কারাবাও কাপে আর্নে স্লটের দলের প্রতিপক্ষ ব্রাইটন।