চলতি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে শনিবার মালদ্বীপের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই শেষ ম্যাচে ২-১ গোলে নাটকীয় জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বছরের শেষ ম্যাচটি জয় দিয়েই সমাপ্ত করলো তপু-মোরসালিনরা।
জয়ের এ ম্যাচে দলের হয়ে গোল করেছেন মাসুক মিয়া জনি এবং পাপন সিং। শুরুতে পিছিয়ে পড়েও শেষে মাঠ ছেড়েছেন জয় নিয়ে।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৭ নভেম্বর)
মালদ্বীপের হয়ে প্রথম গোলটি করেন আলি ফাসির, যখন তপু বর্মণের ভুলে বাংলাদেশ পিছিয়ে পড়ে। তবে মজিবর রহমান জনি সমতা ফেরান ৪৩ মিনিটে। দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ সত্ত্বেও বাংলাদেশ গোল করতে পারেনি। এরপরই মিডফিল্ডার পাপন সিংহকে মাঠে নামান কোচ হাভিয়ের কাবরেরা।
পাপন সিংহ ৯০ মিনিটে শাহরিয়ার ইমনের দারুণ ক্রসে বক্সের ভেতর থেকে গোল করে বাংলাদেশকে জয় উপহার দেন। এ জয়ের মাধ্যমে বাংলাদেশ ২০২৪ সালে জয় দিয়ে বছরের শেষ ম্যাচটি সমাপ্ত করল।